E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৭৬

২০২১ জুলাই ১১ ১৭:২৯:৪৪
টাঙ্গাইলে করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৭৬

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেনারেল হাপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিন জন ও উপসর্গ নিয়ে তিন জন মারা গেছেন। এদিন জেলায় ৫২১টি নমুনা পরীক্ষায় ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৭৮ শতাংশ। রোববার(১১ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ২২৭ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ৩৬৪ জন। এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যুবরণ করেছেন ১৫৯ জন। জেলার হাসপাতাল গুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩২ জন। তাদের মধ্যে টাঙ্গাইল জেনালের হাসপাতালে ৮৯ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ১২ জন রয়েছে।

(আরকেপি/এসপি/জুলাই ১১, ২০২১)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test