E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুমিল্লায় অপহরণের ৯ দিন পর চান্দিনা থেকে শিশু উদ্ধার

২০১৪ সেপ্টেম্বর ০৯ ১৮:২৬:৩২
কুমিল্লায় অপহরণের ৯ দিন পর চান্দিনা থেকে শিশু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : অপহরণের ৯দিন পর মঙ্গলবার সকালে শিশু লিমা আকতার (৬) কে চান্দিনা উপজেলা গোবিন্দপুর এলাকা থেকে উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ কুমিল্লা থেকে দুই মহিলা অপহরনকারীকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার ভাটপাড়া এলাকার বাসিন্দা ইপিজেডে একটি কোম্পানীতে কর্মরত রেনু আক্তার(৩০) এর খালার কোন সন্তান না থাকায় বিভিন্ন বাসা বাড়িতে বুয়ার কাজ করা রাশেদা বেগম (৩৫)কে যেকোনভাবে একটি বাচ্চা এনে দিতে অনুরোধ করে। একটি বাচ্চা এনে দিতে পারলে রাশেদাকে টাকা দেবে বলেও প্রতিশ্রুতি দেয় রেনু আক্তার। এর পরিপ্রেক্ষিতে রাশেদা বেগম গত ১ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ৮টায় ভাটপাড়া থেকে নিয়ে কুমিল্লা ইপিজেডের ১নং গেইট থেকে শিশু লিমা আক্তার(৬)কে অপহরণ করে নিয়ে যায়। পরে সে ৭ হাজার টাকার বিনিময়ে রেনু আক্তার এর কাছে শিশুটিকে বিক্রি করে দেয়।

এদিকে অপহরণকৃত শিশু লিমার পিতা কুমিল্লার ভাটপাড়া এলাকার আজহার বাড়ির ভাড়াটিয়া হিরু মিয়া গত ৫সেপ্টেম্বর কুমিল্লা কোতয়ালী থানায় একটি অপহরণ এর সাধারণ ডায়রী করেন। অভিযোগের প্রেক্ষাপটে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মঙ্গলবার চান্দিনা থানার গোবিন্দপুর এলাকা থেকে শিশু লিমা আক্তারকে উদ্ধার করে।

এই ঘটনায় জড়িত কুমিল্লা ভাটপাড়ার রেনু আক্তার ও রাশেদা বেগম নামে দুই মহিলা অপহরনকারীকে গ্রেফতার করে পুলিশ। অপহরণকারী রাশেদা আক্তার (৩৫) চান্দিনা উপজেলার বাতাকাসি গ্রামের এবং রেনু বেগম (৩০) ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার বাসিন্দা।

এ ব্যাপারে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: খোরশেদ আলম বলেন, শিশু লিমার পিতা হিরু মিয়া থানায় অভিযোগ দেওয়ার পর এসআই মো: শাহজাহান এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শিশু লিমা আক্তারকে উদ্ধার করে। এই ঘটনায় জড়িত দুই মহিলাকে আটক করে। তাদের বিরুদ্ধে অপহরণ মামলার প্রস্তুতি চলছে।

(এইচকেজে/এএস/সেপ্টেম্বর ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test