E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভণ্ড কবিরাজ বাবু ঢালীর কলে পড়ে মূর্তি চুরির মামলায় গ্রেপ্তার অসহায় মনিকা দেবনাথ!

২০২১ সেপ্টেম্বর ০১ ২২:০৩:০৯
ভণ্ড কবিরাজ বাবু ঢালীর কলে পড়ে মূর্তি চুরির মামলায় গ্রেপ্তার অসহায় মনিকা দেবনাথ!

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বাবু ঢালী নামের এক ভণ্ড কবিরাজ ও প্রতারকের কথায় এক নারীকে অসামাজিক আখ্যা দিয়ে মুর্তি চুরির মামলায় জেল হাজতে পাঠানোর অভিযোগ উঠেছে। সোমবার সকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা কাছারিপাড়ার মনিকা দেবনাথ সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

বুধহাটা কাছারিপাড়ার মৃত রণজিৎ দেবনাথের মেয়ে মনিকা দেবনাথ জানান, যশোরের কেশবপুর উপজেলার ভাল্লুকঘর ইউনিয়নের চালতেবাড়িয়া গ্রামের শম্ভু দেবনাথের সঙ্গে তার ২০০০ সালে বিয়ে হয়। উজ্জ্বল ও উৎপল নামে তাদের দু’টি সন্তান রয়েছে। আগের স্ত্রীর কথা গোপন রাখা ও পরে আবারো অন্য নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলায় স্বামী তার উপর নির্যাতন করতো। একপর্যায়ে ছয় বছর আগে তিনি বাপের বাড়িতে ফিরে আসেন। এর এক বছর পর তিনি সাতক্ষীরা আদালতে খোরপোষের দাবিতে মামলা করেন স্বামীর বিরুদ্ধে। বর্তমানে তিনি ভাইদের সঙ্গে থেকে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন।

মনিকা দেবনাথ জানান, গত বছরের চৈত্র মাসে তার সঙ্গে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের পারশেমারি গ্রামের গণেশ ঢালীর ছেলে কবিরাজ চিত্তরঞ্জন ঢালী ওরফে বাবু ঢালীর পরিচয় ঘটে। বাবু ঢালী ৪০ হাজার টাকা চুক্তিতে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ভাল করে দেওয়ার শর্তে কয়েক দফায় ২০ হাজার টাকা নেন। পারশেমারিতে কয়েকদিন যাওয়ার পর বাবু ঢালী একজন ভণ্ড কবিরাজ ও প্রতারক বলে জানতে পেরে তিনি তাকে টাকা দেওয়া বন্ধ ও যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এতে বাবু ঢালী ক্ষুব্ধ ছিল। এক মাস আগে তার ছোট ভাই পাগল প্রায় হলে খবর পেয়ে বাবু ঢালী তাদের বাড়িতে চলে আসেন। ঘরের মধ্যে ঢুকে শিবমুর্তির গায়ে একটি লাল সুতো ও কাপড়ের আঁচল বেঁধে দিয়ে শিব ঠাকুরে পাওয়া ভাইকে বাঁচাতে তিন সপ্তাহ পুজা অর্চনা না করার জন্য বলে যান।

মনিকা আরো জানান, গত ২৩ আগষ্ট সোমবার সকালে বুধহাটার সুকুমার পাইনের ছেলে অজয় পাইন এসে তাকে কাপষণ্ডা গ্রামের সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের নারায়ণ মুর্তি ও কৃষ্ণ মূতি তিনি কারো কাছ থেকে কিনেছেন কিনা জানতে চায়। একপর্যায়ে তাকে সাংবাদিক কৃষ্ণ ব্যানার্জী হাইকোর্ট পর্যন্ত নিয়ে যাবেন বলে হুমকি দেন। তাকে রিমাণ্ডে নিয়ে মুর্তি বের করা হবে বলে হুমকি দেয়। এরপর তার কাছে ১০ হাজার টাকা চায় অজয়। নইলে তার সঙ্গে সম্পর্ক করার কথা বলে সে। পরদিন মঙ্গলবার দুপুরে অজয় পাইন, কাপষণ্ডার কৃষ্ণ ব্যাণার্জী, কুল্লার বাদশা সাংবাদিক ও বাবু ঢালী তার বাড়িতে এসে ঘরের মধ্যে ঢুকে তাকে মুর্তি চুরির কথা স্বীকার করতে বলে। নইলে ভাল হবে না বলে হুমকি দেওয়া হয়। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউপি সদস্য রেজোয়ান আলীসহ গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন।

২৫ আগষ্ট বুধবার সাংবাদিক বাদশা, কৃষ্ণ ব্যাণার্জী ও বাবু ঢালীসহ আশাশুনি থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম, উপপরিদর্শক মামুন, এক জন নারী সিপাহী ও দু’জন পুরুষ সিপাহী তাকে কাছারির মাঠ থেকে ডেকে বাড়িতে এনে মুর্তি কোথায় আছে জানতে চান। তিনি কিছুই জানেন না বলায় বাবু ঢালী ও কৃষ্ণ ব্যাণার্জী তাকে স্বীকার করতে বলেন। একপর্যায়ে দুটি ঘরের মধ্যে তছনছ করে তাকে ধরে নিয়ে যাওয়া হয় থানায়। মহিলা পুলিশ থাকার পরও উপপরিদর্শক জাহাঙ্গীর আলম তাকে মোটর সাইকেলে তুলে পথিমধ্যে আপত্তিকর মন্তব্য করেন। তাকে থানায় রেখে পুলিশ তার বাড়ির দু’টি ঘরে তল্লাশির নামে কৃষ্ণ ব্যাণার্জী, বাদশা, জনৈক নারায়ণ ও তাদের সঙ্গে থাকা একটি ছেলেসহ পুলিশ তছনছ করে। সন্ধান মেলেনি মোবাইল ফোনটির। বুধবার রাতে ওই পুলিশ কর্মকর্তা তাকে বাথরুমের সামনে ডেকে নিয়ে মুর্তি চুরির কথা স্বীকার করলে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসার ব্যাপারে আশ্বস্ত করেন।

একপর্যায়ে বৃহষ্পতিবার সকালে কৃষ্ণ ব্যাণার্জী ও বাবু ঢালী তাকে নষ্টা বলে আখ্যায়িত করেন। দুপুর একটার দিকে মুর্তি চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে কৃষ্ণ ব্যাণার্জী তার দফায় দফায় ছবি তোলেন। কৃষ্ণ ব্যাণার্জী তার মেইল থেকে তাকে মুর্তি চোর ও অসামাজিক লোক উল্লেখ করে তার মেইল থেকে বিভিন্ন পত্রিকা অফিসে নিউজ পাঠিয়েছেন বলে ২৯ আগষ্ট জামিনে মুক্তি পেয়ে জানতে পেরেছেন।

মনিকা দেবনাথ অবিযোগ করে বলেন, প্রতিবেশী অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইউনুছ আলী তার দু’ ভাই ও মাকে বিতাড়িত করতে ১২ শতক জমির উপর বাড়ি ও ২৫ শতক জমি লিখে নিতে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছেন। পরিকল্পিতভাবে তার দু’ভাইকে একটি হত্যা মামলায় জড়ানো হয়েছে। তাদের রান্না ঘর ভেঙে সেখান দিয়ে জনসাধারণের চলাচলের রাস্তা তৈরি করে নাদাবি লিখে দিতে বাধ্য করা হয়েছে। ইউনুছ আলী পরিকল্পনা করেই ভণ্ড কবিরাজ বাবু ঢালী, অজয় পাইন, বাদশা সাংবাদিক ও কৃষ্ণ ব্যাণার্জীকে বিশেষ সুবিধা দিয়ে তার মত অসহায় ও নিরীহ মানুষকে মিথ্যা চুরির মামলায় ফাঁসিয়ে তাকে সামজিকভাবে হেয় প্রতিপন্ন করেছেন। তাকে নষ্ট আখ্যায়িত করে সংবাদ মাধ্যমে ও ফেইসবুকে প্রচার করেছেন। বিষয়টি পুলিশকে জানালে তারা কথা শোনেননি। তিনি ওইসব লোকজনদের শাস্তির দাবি জানান।

সরেজমিনে সোমবার সকালে বুধহাটা কাছারিপাড়ায় গেলে স্থানীয় ইউপি সদস্য রেজোয়ান আলী, জাফর আলী, প্রবীর দেবনাথ, সাহেব আলীসহ কয়েকজন মুনিকা দেবনাথ ও তার পরিবারের উপর অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইউনুছ আলীর অত্যাচারের কথা তুলে ধরেন। মূর্তি চুরির মামলায় মনিকাকে গ্রেপ্তার করিয়ে যেভাবে নষ্টা মেয়ে হিসেবে আখ্যায়িত করে সংবাদ প্রকাশিত হয়েছে তা আইনের পরিপন্থি। পুলিশের উচিত ছিল প্রধান সাক্ষী হিসেবে ভণ্ড কবিরাজ বাবু ঢালীকে যাঁচাই করা। তারা বাবু ঢালীকে গ্রেপ্তারের দাবি জানান।

এ ব্যাপারে অজয় পাইন বলেন, তিনি সাংবাদিক কৃষ্ণ ব্যাণার্জির কথা মত মকিা দেবনাথের বাড়িতে হারানো মুর্তির সন্ধানে গিয়েছিলেন। টাকা দাবি ও কুপ্রস্তাব দেওয়ার কথা অস্বীকার করেন তিনি।

সাংবাদিক বাদশা বলেন, তিনি কৃষ্ণ ব্যাণার্জীর কথা মতো মনিকা দেবনাথকে সন্দেহ করে সত্যতা যাঁচাই এর চেষ্টা করেছিলেন মাত্র।

কবিরাজ বাবু ঢালী বলেন, তিনি আগে থেকে মনিকাকে চিনতেন না । সম্প্রতি তার ভাই পাগল হওয়ার কথা জানতে পেরে তাদের বাড়িতে যেয়ে মুর্তি কেনার ব্যাপারে শুনেছিলেন। সাবেক সেনা সদস্য ইউনুছ আলীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সাংবাদিক কৃষ্ণ ব্যাণার্জি বলেন, বাবু ঢালী মাধ্যমে জানতে পেরে কয়েকজন সাংবাদিককে নিয়ে ও পুলিশের সহায়তায় তাদের মন্দিরের গত ৮ জুলাই চুরি যাওয়া দু’টি মুর্তি উদ্ধারে চেষ্টা করেছেন মাত্র। কারো কাছ থেকে প্রভাবিত হওয়া ও তার মেইল থেকে বিভিন্ন পত্রিকা অফিসে মনিকা দেবনাথ সম্পর্কেূ আপত্তিকর মন্তব্য সম্পর্কিত নিউজ পাঠানোর কথা অস্বীকার করেন তিনি।

এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক জাহাঙ্গীর আলমকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবীর বলেন, কাপষণ্ডা মন্দিরের মূর্তি চুরি উদ্ধার করতে যেয়ে মনিকা দেবনাথকে আটক করা নিয়ে নানা কথা উঠে আসছে। বাবু ঢালী আগে থেকে মনিকা দেবনাথের সঙ্গে জানাশোনা ছিল এমনটি তারা জানতেন না। তবে এ ঘটনায় তারা নতুন করে তদন্ত করছেন। প্রয়োজনে বাবু ঢালীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২১)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test