E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পঞ্চগড়ে ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

২০২১ সেপ্টেম্বর ২৬ ১৫:৩৯:৩৯
পঞ্চগড়ে ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে সংবাদ কর্মীদের নিয়ে ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শিরোনামের দুইদিন ব্যাপী কর্মশালা ২৫ সেপ্টেম্বর শেষ হয়েছে। 

ভার্চুয়াল এই কর্মশালার উদ্বোধন করেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড.শাহনাজ আরেফিন এনডিসি। সমাপনী দিবসে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড.মো.গোলাম ফারুক। জাতীয় গণমাধ্যম ইন্সিটিটিউট আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইন্সিটিটিউটের মহাপরিচালক শাহীন ইসলাম ।বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম, পি ফোর ডি'র টীম লিডার আর্সেন স্টেফেনিয়নপরিচালক (পি ফোর ডি) মো. মন্জুরুল আলমের সঞ্চালনায় দুইদিনের ৮টি সেশনে গুরুত্বপূর্ণ তথ্যাদি উপস্থাপন করেন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব আয়েশা আকতার, উপসচিব মুখলেছুর রহমান, পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আজাদ জাহান, বাংলাদেশ বেতারের উপ-পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম,চ্যালেন আই এর সিনিয়র নিউজ এডিটর মাসরুর জামান প্রমুখ। কর্মশালায় পঞ্চগড় জেলায় কর্তব্যরত বিভিন্ন মিডিয়ার ৩০জন সংবাদকর্মী অংশ গ্রহণ করেন।

(এআর/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০২১)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test