E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কারওয়ান বাজার রেললাইনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে

২০১৪ সেপ্টেম্বর ১২ ১২:১০:৩৯
কারওয়ান বাজার রেললাইনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে

স্টাফ রিপোর্টার : দুর্ঘটনার পর কারওয়ান বাজার রেল লাইনের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলানো হচ্ছে। শুক্রবার সকাল ৭টা থেকে শুরু হওয়া এ অভিযানে শতাধিক বসতি উচ্ছেদ করা হয়।

কমলাপুর রেলওয়ে থানা পুলিশের ওসি আব্দুল মজিদ বলেন, রেলওয়ে থানা পুলিশ ও রেল কর্তৃপক্ষ এ অভিযান চালাচ্ছে। এতে অভিযানের আশপাশের এলাকার সার্বিক নিরাপত্তার কাজ করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

তিনি বলেন, সকাল ১১টা পর্যন্ত কারওয়ান বাজার এলাকার রেল লাইনের শতাধিক ঘরবাড়ি ভেঙ্গে তুলে দেওয়া হয়েছে। এ অভিযান দুপুর পর্যন্ত চলবে। পরবর্তীতেও এ অভিযান চলবে।

ওসি বলেন, ‘এ অভিযান চালানোর দায়িত্ব রেলওয়ে কর্তৃপক্ষের। কিন্ত তারা এটা করছে না। আমি আজকে তাদেরকে সরাসরি বলে দিয়েছি, যদি আপনারা এ উচ্ছেদ অভিযান অব্যাহত না রাখেন তাহলে বাধ্য হয়ে আমাকে ক্ষমতার অপব্যবহার করে এ উচ্ছেদ অভিযান চালাতে হবে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে কারওয়ান বাজার সংলগ্ন বিএফডিসি রেলক্রসিংসে ট্রেনের ধাক্কায় চারজনের মৃত্যু হয়। এসময় আহত হন আরও পাঁচজন।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১২, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test