E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

টিকা প্রদানে অনিয়ম বন্ধ ও খাবার ভাতার দাবিতে আমতলী স্বেচ্ছাসেবীদের কর্মবিরতি

২০২১ ডিসেম্বর ১২ ১৮:০৮:৩৭
টিকা প্রদানে অনিয়ম বন্ধ ও খাবার ভাতার দাবিতে আমতলী স্বেচ্ছাসেবীদের কর্মবিরতি

আমতলী (বরগুনা) প্রতিনিধি : টিকা প্রদানে অনিয়ম বন্ধ ও যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের খাবার ভাতার দাবীতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবী কর্মবিরতি শুরু করছে। বরিবার সকাল ১০ টার থেকে তারা এ কর্মবিরতি শুরু করেন। দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্ম বিরতি চালিয়ে যাবেন বলে জানান স্বেচ্ছাসেবকরা। স্বেচ্ছাসেবকদের কর্ম বিরতিতে টিকা কার্যক্রম ব্যহত হচ্ছে। দ্রুত এর প্রতিকারের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, এ বছর ৬ ফেব্রুয়ারী থেকে টিকা কার্যক্রম শুরু হয়। ওই সময় থেকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির অর্ধ শতাধিক সদস্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে আসছে। ওই স্বেচ্ছাসেবকদের খাবার বাবদ জনপ্রতি ২০০ টাকা বরাদ্দ দেয় সরকার। শুরুতে দুই মাসের খাবার বাবদ টাকা দেয় কর্তৃপক্ষ। কিন্তু গত ৮ মাস ধরে স্বেচ্ছাসেবকদের খাবার ভাতা বন্ধ রয়েছে।

সেচ্ছাসেবকদের অভিযোগ, বরাদ্দ টাকা আসলেও বিভিন্ন অজুহাতে হাসপাতাল কর্তৃপক্ষ ওই টাকা দিচ্ছে না। তারা খাবাররের টাকা দিতে গরিমসি করছে। তারা আরো অভিযোগ করেন, জনপ্রতি খাবার ভাতা ২০০ টাকা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ দিচ্ছেন এক’শ ৪০ টাকা। ৬০ টাকা এজি অফিসের খরচের অজুহাত দিয়ে কেটে রাখছেন। এছাড়াও হাসপাতালে টিকাদানে বিভিন্ন অনিয়নের অভিযোগ আনেন তারা। প্রশিক্ষণ বিহীন সালাউদ্দিন শুভ (সাকিল) ও মামুন নামের দুইজন দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ টিকা কার্যক্রম চালাচ্ছে।

অভিযোগ রয়েছে, সালাউদ্দিন শুভ বিদেশে গমনকারীদের ফাইজারের টিকা দেয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। ওই টাকা নিয়ে তিনি টিকা না দিয়েই ফাইজারের টিকার সনদ দিয়ে দিচ্ছেন বলে অভিযোগ করেন তারা। হাসপাতাল কর্তৃপক্ষের এমন অনিয়ম বন্ধ ও খাবার ভাতার দাবীতে রবিবার থেকে যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা কর্ম বিরতি পালন করছে। হাসপাতাল কর্তৃপক্ষের এমন অনিয়ম বন্ধ ও খাবার ভাতা না দেয়া পর্যন্ত কর্ম বিরতির ঘোষনা দিয়েছেন স্বেচ্ছাসেবকরা।

রেড ক্রিসেন্ট সোসাইটির সেবা ও স্বাস্থ্য বিভাগের উপ- প্রধান মোঃ রিয়াজুল ইসলাম ইমন বলেন, গত ৮ মাস ধরে খাবার ভাতা দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। বরাদ্দ টাকা আসলেও তারা টাকা দিতে গরিমসি করছে। তিনি আরো বলেন, ফেব্রুয়ারী ও মার্চ মাসে খাবার ভাতা দিয়েছে। খাবার ভাতা জনপ্রতি ২০০ টাকা হলে ৬০ টাকা এজি অফিসের খরচ বাবদ কেটে রেখে ১৪০ টাকা দিচ্ছেন। তিনি আরো বলেন, টিকাদানে অনিয়ম বন্ধ ও খাবার ভাতা প্রদানের দাবীতে আমরা কর্ম বিরতি শুরু করেছি। যতদিন পর্যন্ত এ অনিয়ম বন্ধ ও ভাতা প্রদান করা না হবে ততদিন পর্যন্ত কর্ম বিরতি অব্যহত থাকবে।

যুব রেড ক্রিসেন্ট সোসাইটির টিম লিডার মোঃ আবু তাহের বলেন, গত ৮ মাস ধরে খাবার ভাতা পাচ্ছি না। ওই ভাতার দাবীতে কর্মবিরতি শুরু করেছি।

অভিযুক্ত সালাউদ্দিন শুভ (সাকিল) টাকা নেয়ার কথা অস্বীকার করে বলেন, সঠিক মতই টিকা দেয়া হচ্ছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মুনয়েম সাদ বলেন, হাসপাতালের কোন স্টাফ অনিয়মের সাথে জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, সেচ্ছাসেবকরা ৮ মাস ধরে খাবার ভাতা পাচ্ছে না। ওই ভাতা প্রদানের জন্য বরগুনা সিভিল সার্জন কার্যালয়ে বরাদ্দ চেয়ে পত্র দেয়া হয়েছে। বরাদ্দ আসলেই খাবার ভাতা দেয়া হবে।

(এন/এসপি/ডিসেম্বর ১২, ২০২১)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test