E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুই এএসআইকে কুপিয়ে মাদক মামলার আসামি ছিনিয়ে নিল স্বজনরা

২০২১ ডিসেম্বর ১৩ ১৫:৪৫:৩৪
দুই এএসআইকে কুপিয়ে মাদক মামলার আসামি ছিনিয়ে নিল স্বজনরা

মিলাদ হোসেন অপু, ভৈরব : কিশোরগঞ্জের ভৈরবে দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করে রাসেল নামের মাদক মামলার গ্রেফতারি পরোয়ানার এক আসামিকে ছিনিয়ে নিয়েছে তার স্বজনেরা। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার রাত ৮টার দিকে শহরের ঘোড়াকান্দা এলাকায়। রাসেল ওই এলাকার তমিজ উদ্দিনের ছেলে। 

ঘটনার সত্যতা স্বীকার করে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানিয়েছেন, পলাতক আসামিসহ হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ১২ ডিসেম্বর রবিবার রাত ৮টার দিকে একটি মাদক মামলার গ্রেফতারি পরোয়ানার আসামি রাসেলকে শহরের ঘোড়াকান্দা এলাকা থেকে আটক করেন পুলিশের দুই এএসআই মো. রেজাউল করিম ও আব্দুল করিম। তাদেরকে থানায় নিয়ে আসার পথিমধ্যে একটি রিকশা গ্যারেজের কাছে পৌঁছলে মামুন ও সানি নামের রাসেলের দুই স্বজনের নেতৃত্বে ২০/২৫ জন লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এতে দুই পুলিশ কর্মকর্তা আহত হন। এ সময় তারা আসামি রাসেলকে নিয়ে পালিয়ে যায়। পরে আহত ওই দুই পুলিশ অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সামান্তা ইসলাম জানান, রাত ৯টার দিকে আহত দুই পুলিশ অফিসার রক্তাক্ত আহত অবস্থায় আসেন। এদের মধ্যে রেজাউল করিম হাত ও গলায় এবং আব্দুল করিম হাতে আঘাতপ্রাপ্ত ছিলেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

(এম/এসপি/ডিসেম্বর ১৩, ২০২১)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test