E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র:) ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার 

২০২১ ডিসেম্বর ২৫ ১৬:৩৬:৩২
সাতক্ষীরায় হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র:) ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক (১৯৪২-১৯২৯), বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক, সাহিত্যিক,দার্শনিক, সমাজসেবক, সমাজ ভাবনার রূপকার, 'স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা' এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, মুসলিম রেঁনেসার অগ্রদূত, ছুফী-সাধক, অলী-এ কামেল, সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ১৪৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে শনিবার সকাল ১০ টা হতে এক সেমিনার ও ৩৭ তম চক্ষু শিবিরের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় মনোরম পরিবেশে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও পরমাণু বিজ্ঞানী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য এবং বাংলাদেশ একাডেমি অব সাইন্স এর সাবেক সভাপতি অধ্যাপক ড. এম শমসের আলী।

তিনি তার বক্তব্যে বলেন, হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ সুফী-সাধক। ইসলামের ৫ টি মূল স্তম্ভের বাইরে অনেক কিছু করার আছে। যেটি তিনি করে গেছেন। তিনি কর্মজীবন ও আধ্যাত্মিক সাধনার পাশাপাশি স্রষ্টার সৃষ্টিকে সেবা করে গেছেন। মানুষকে ভালো বেসেছেন। সুন্দর আয়োজনের জন্য নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন কর্তৃপক্ষ ধন্যবাদ জানোনোর পাশাপাশি নতুন প্রজন্মকে এ ধরনের সেমিনারে উপস্থিত হওয়ার আহবান জানান প্রধান অতিথি।

প্রধান অতিথি, সভাপতি সহ অন্যান্য বক্তাগণ বিশিষ্ট শিক্ষাবিদ ও পীরে কামেলের এধরণের সেমিনার থেকে তার গুরুত্ব অনুধাবন করে তার সম্পর্কে আরো জানার জন্য বেশি বেশি গবেষণার ও তার রচিত গ্রন্থ বেশি বেশি পড়ার আহবান জানান, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি'র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে 'খানবাহাদুর আহ্ছানউল্লা: ও সমকালীন সমাজ' নামক মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রবন্ধকার, সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সচিব ড.মোহাম্মদ আব্দুল মজিদ।

খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউট এর পরিচালক প্রভাষক মো. মনিরুল ইসলাম এর -সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম।

সেমিনারে আরো বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান কাজী শোয়েবুর রহমান, খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউট এর মহাপরিচালক আলহাজ্জ এ এফ এম এনামুল হক, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউট এর উপদেষ্টা, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির গবেষক এবং জাতীয় জাদুঘর এর সাবেক পরিচালক অধ্যাপক ড. আলমগীর প্রমূখ।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মো. এনামুল হক।

ডিসেম্বর মাস ব্যাপী ফ্রিম চিকিৎসা ক্যাম্প সম্পর্কিত সেবা তথ্য উপস্থাপন করেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি মো. সাইদুর রহমান। শেষে দোয়া পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মুফতি মাওলানা মো. আবু সাঈদ রংপুরী।

(আরকে/এসপি/ডিসেম্বর ২৫, ২০২১)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test