E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে ফুল দেয়াকে কেন্দ্র করে প্রতিমন্ত্রীর সামনেই ‘ঘুষি’ 

২০২২ জানুয়ারি ০৮ ২২:৫৩:০২
গাজীপুরে ফুল দেয়াকে কেন্দ্র করে প্রতিমন্ত্রীর সামনেই ‘ঘুষি’ 

আশজাদ রসুল সিরাজী, গাজীপুর : গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজের এক অনুষ্ঠানে ফুল দেয়াকে কেন্দ্র করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি’র সামনেই কলেজের এক ছাত্র অপর ছাত্রকে ঘুষি মেরেছে। 

প্রতিমন্ত্রী দমক দিয়ে সাময়িকভাবে তাদের নিবৃত করলেও অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী সভাস্থল ত্যাগ করলে ক্যাম্পাসে কয়েক ছাত্র আবার মারামারিতে লিপ্ত হয়। এনিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বিকালে অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছোট নেতা বড় নেতাকে টপকিয়ে প্রতিমন্ত্রীকে ফুল দিতে গেলে তার সামনেই একে অপরকে জামা টেনে ধরে এবং এক পর্যায়ে কিছু বুঝে উঠার আগে ঘুষির ঘটনা ঘটেছে। পরে প্রতিমন্ত্রী মহোদয় ধমক দিয়ে তাদের নিবৃত করেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি প্রার্থী নিলয় চন্দ্র সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অনুষ্ঠানটি সুন্দর ভাবে শেষ হয়েছিল। শেষ পর্যায়ে এমন ঘটনাটি ছিল অনাকাঙ্খিত।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ছাত্রলীগ শাখা কমিটির সাধারণ সম্পাদক শিক্ষানবীশ চিকিৎসক (এন্টর্নী) আল আমিন বলেন, বিষয়টি মিটমাট হয়ে গেছে। অধ্যক্ষ স্যার বিষয়টি নিয়ে পড়ে বসবেন বলেন তিনি। তিনি আরো জানান, ছাত্রদের মধ্যে অন্তর্কোন্দলের কারনেই এ ঘটনা ঘটেছে। অনুষ্ঠাস্থলে একজন বেয়াদবি করেছে আর অপরজন তার প্রতিবাদ করেছে মাত্র।

শনিবার(৮ জানুয়ারি) বিকালে প্রতিমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক এবং ইনডোর গেমস সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন। কলেজের উদ্যোগ্যে নানা ইভেন্টের ইনডোর গেমস প্রতিযোগীতার আয়োজন এবারই প্রথম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছাত্রনেতারা প্রতিমন্ত্রীকে ফুল দিতে গিয়ে ওই ঘটনাটি ঘটেছে।

এ ব্যাপারে যুব প্রতিমন্ত্রী বলেন, অনুষ্ঠানে ফুল দেয়াকে কেন্দ্র করে ধাক্কা দেয়ার ঘটনা ঘটেছে। এরপর একজন সেখানেই আমার কাছে মাফ চেয়েছে। পরের মারামারির ঘটনা আমার জানা নেই। তবে বিষয়টি আমি দেখতেছি।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের পরিচালক তপন কান্তি সরকার, মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান, কলেজের শিক্ষার্থী নিলয় চন্দ্র সরকার মোঃ মিজানুর রহমান ও প্রদীপ্ত স্বাক্ষর জয় প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের সহযোগী অধ্যাপক সুশান্ত কুমার সরকার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের রেডিওলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার মোঃ রাজিব হোসেন।

(এস/এসপি/জানুয়ারি ০৮, ২০২২)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test