E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফেনীতে ৪২ বস্তা ভেজাল হলুদ মরিচসহ গ্রেফতার ৩ 

২০২২ জানুয়ারি ২৩ ১৮:২১:৫৬
ফেনীতে ৪২ বস্তা ভেজাল হলুদ মরিচসহ গ্রেফতার ৩ 

নূরুল আমিন খোকন, ফেনী : ফেনীতে রং ও চালের কুড়া মেশানো ৪২ বস্তা হলুদ-মরিচ সহ ৩ জন ভেজাল মসলা কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) রাতে ফেনী শহরের একটি মিলঘর থেকে তাদেরকে আটক করে ফেনীর র‌্যাব-৭ সদস্যরা। আজ রবিবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হচ্ছেন, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার হরিপুর গ্রামের মিরাজ আলীর ছেলে মোঃ জামাল (২৭), বাগের হাটের মোড়লগঞ্জ উপজেলার সাইর খালী গ্রামের মিজানের স্ত্রী নাজমা বেগম (৩০) এবং লক্ষীপুরের রায়পুর উপজেলার চরলক্ষ্মী গ্রামের ইসমাইল ব্যাপারীর স্ত্রী নুর জাহান (৫০)।

ফেনীস্থ র‌্যাব-৭ জানায়, দীর্ঘদিন ফেনী শহরের তাকিয়া রোড়স্থ কয়েকটি মসলা ভাঙ্গার মিলে ভেজাল মসলা তৈরী করে ফেনী ও আশপাশের হাট বাজারে বিক্রি করা হচ্ছে। এসব ভেজাল মসলা খেয়ে ভোক্তারা পেটেরপীড়াসহ নানা ব্যাধীতে ভুগছেন। এমতাবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাকিয়া রোডস্থ বাবুল মিয়ার মসলার মিলে অভিযান চালানো হয়। এসময় ৪২টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১ হাজার ৩১৫ কেজি ভেজাল রং মিশ্রিত মরিচ ও হলুদের গুড়া এবং চালের কনা উদ্ধার করা হয়। তাৎক্ষণিক ধাওয়া করে মিলঘরে থাকা ২ নারীসহ ৩ জনকে আটক করা হয়েছে।

ফেনীস্থ র‌্যাব-৭ এর উপপরিচালক আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, উদ্ধারকৃত ভেজাল মসলার আনুমানিক দাম ৩ লক্ষ ২৮ হাজার ৭৫০ টাকা। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

(এনকে/এসপি/জানুয়ারি ২৩, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test