E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজারহাটে নবনির্বাচিত ৬ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

২০২২ ফেব্রুয়ারি ০১ ১৮:৫৩:৪৬
রাজারহাটে নবনির্বাচিত ৬ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নির্বাচিত কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৬ জন নবনির্বাচিত চেয়ারম্যান, ১৮ জনসংরক্ষিত মহিলা আসনের সদস্য ও ৫৩ জন সাধারন সদস্য শপথ নিয়েছেন। অপরদিকে চাকিরপশার ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য ও বিদ্যানন্দ ইউনিয়নের শপথ স্থগিত রয়েছে। 

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোট ৬ জন চেয়ারম্যানকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক রেজাউল করিম।

শপথ বাক্য পাঠ শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক চেয়ারম্যানদের উদ্দেশে বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন। আজকের শপথ বাক্যের প্রতিটি কথা আপনাদের মেনে চলতে হবে। আপনাদের বিচারিক ক্ষমতাও দেওয়া আছে। গ্রাম আদালতের বিচারগুলো যেন সঠিকভাবে নিষ্পত্তি করা হয়, সেদিকে খেয়াল রাখবেন। ওয়ারিশ সনদ, জন্মনিবন্ধন ও নগরিক সনদ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সঙ্গে কাজ করবেন।

এছাড়াও নবনির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন, রাজারহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ এনামুল হক, চাকিরপশার ইউনি পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ কুদ্দুস প্রামাণিক, ছিনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেকুল হক নুরু, উমর মজিদ ইউনিয়ন চেয়ারম্যান আহসানুল কবির আদিল ও নাজিমখান ইউনিয়ন পরিসদ চেয়ারম্যান আঃ মালেক পাটোয়ারী (নয়া)।

অপরদিকে রাজারহাট অফিসার্স ক্লাবে ৭ইউনিয়নের নবনির্বাচিত ১৮জন সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও ৫৩জন সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম।

(পিএস/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test