E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাইমচরে পাউবোর জায়গা দখল করে ভবন নির্মাণের হিড়িক

২০২২ মার্চ ০২ ১৩:৩৫:৪৯
হাইমচরে পাউবোর জায়গা দখল করে ভবন নির্মাণের হিড়িক

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : হাইমচরে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে ভবন নির্মানের হিড়িক পড়েছে। উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে একের পর এক  স্থায়ী ভবন নির্মান করে চলছে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তিরা। সরকারি জায়গায় স্থায়ী ভবন নির্মানে এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, চরভৈরবী ইউনিয়নের বাজার সংলগ্ন বেড়িবাঁধ পাশে জায়গা দখল করে পৃথক ভাবে স্থায়ী ভাবে ভবন নির্মান করছেন ৩ জন প্রভাবশালী ব্যক্তি। এদের মধ্যে দুইজন পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করার পাশাপাশি বেঁড়িবাধ পাশ কেটেও ভবন নির্মান করছেন। স্থানীয় মৃত মজিবুল হক বেপারীর ছেলে বিপ্লব বেপারী, হাসেম বেপারীর ছেলে চরভৈরবী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সাকিব ও দক্ষিন পাাড়াবগুলা গ্রামের হাসেম হাওলাদার। লোক চোঁখের আড়াল করতে এরা সবাই নিজ নিজ ভবন নির্মানে রাস্তার পাশে বড় করে টিনের প্রাচির দিয়ে রেখে বিতরে কাজ করছেন।

হাসেম হাওলাদারের ছেলে মোক্তার বলেন, আমরা নিজস্ব জায়গায় ভবন নির্মান করতেছি। ভবনে উঠা নামা করার সুবিধার্থে বেঁড়িবাধ পাশ কেটে সিড়ি দিয়েছি।

বিপ্লব বেপারী বলেন, পানিউন্নয়ন বোর্ডের এ জায়গায় লোকজন বসত ঘর তৈরি করে থাকে। এখানে আমারও একটি ছোট ঘর ছিল। আমি সেই জায়গায় এখন ভবন তৈরি করতেছি। ভবনের পাশের রাস্তাটি ভাল রাখতে ফাউন্ডেশন দিয়ে ভবন তৈরি করছি।

চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাষ্টার বলেন, পানিউন্নয়ন বোর্ডের জায়গায় ভবন নির্মানের বিষয়টি আমি লোক মারপতে শুনেছি। আমি এ বিষয়ে কোন কিছু বলত চাই না। আপনারা সরজমিনে গিয়ে দেখে ব্যবস্থা নিন।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের হাইমচর উপজেলা শাখার সাইড ইঞ্জিনিয়ার আব্দুর রহিম বলেন, পানি উন্নয়ন বোর্ডের জায়গায় ভবন নির্মানের বিষয়টি আমার জানা নেই। আগামীকাল সরজমিনে বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহন করার জন্য উর্ধতন কর্মকর্তাকে অবহিত করবো।

(ইউ/এসপি/মার্চ ০২, ২০২২)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test