E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পাথরঘাটায় নারীর অভিযোগের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন মৎস্য ব্যবসায়ীর

২০২২ মার্চ ০৫ ১৫:৩৪:১০
পাথরঘাটায় নারীর অভিযোগের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন মৎস্য ব্যবসায়ীর

পাথরঘাটা প্রতিনিধি : পাথরঘাটায় বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, গর্ভপাতের ঘটনায় সাংবাদিক সম্মেলন এবং পাল্টা সাংবাদিক সম্মেলন করলেন আলম মোল্লা নামক একজন মৎস্য ব্যবসায়ী।

শনিবার বেলা ১১টায় পাথরঘাটা প্রেসক্লাবে আলম মোল্লা উপস্থিত হয়ে লিখিত বক্তব্যে জানান, মাছধরা জেলে আরিফের স্ত্রী শিরিন বেগম নামের একজন নারী গত কয়েকদিন ধরে তার বিরুদ্ধে বিভিন্ন মহলে নারী কেলেঙ্কারি এবং গর্ভপাতের যে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ; ওই সংবাদ সম্মেলনের‌ সকল অভিযোগ মিথ্যে বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেন তিনি। আলম মোল্লা শিরীনকে একজন দেহ ব্যবসায়ী ও ইয়াবা ব্যবসায়ী বলেও অভিযোগ করেছেন।

তিনি আরও বলেন, স্থানীয় মৎস্য ব্যবসায়ী সেলিম মিয়ার মেয়ে আমার ছেলের স্ত্রী ছিল । পারিবারিক কারণে আমার ছেলের সাথে তার মেয়ের দাম্পত্য বিচ্ছেদ ঘটে। এরই জের ধরে উক্ত সেলিম আমার বিরুদ্ধে শিরীনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। তাদের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করছে এবং আমার মানসন্মান নষ্ট করার পায়তারা চালাচ্ছে।

উল্লেখ্য, গত ৩ মার্চ বৃহস্পতিবার পাথরঘাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডের জেলে আরিফের স্ত্রি শিরিন বেগম আলম মোল্লার বিরুদ্ধে একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন। অসহায়ত্বের সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক এবং চাপ প্রোয়োগ করে গর্ভপাতের অভিযোগ এনেছিলেন আলম মোল্লার বিরুদ্ধে শিরিন। সংবাদ সম্মেলনে শিরিনের সঙ্গে আলম মোল্লার বিভিন্ন যৌন আকাঙ্ক্ষা চরিতার্থের অডিও প্রমাণ হিসেবে সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

ওই অডিও'র কথোপকথন প্রসঙ্গে আলম মোল্লা সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব অস্বীকার করে বলেন ওই সিম আমার না ওইসব কথাও আমার না।

(এটি/এসপি/মার্চ ০৫, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test