E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীতে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার

২০২২ মার্চ ০৯ ২২:১৯:১১
নোয়াখালীতে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার

মো. ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : সাবেক ছাত্রনেতা সারোয়ার হোসেন রিপনের ব্যক্তিগত উদ্যোগে ভ্রাম্যমাণ মঞ্চে প্রচার করা হয় মহান ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ।

শহরের প্রাণকেন্দ্র মাইজদী সহ বিভিন্ন শিক্ষাঙ্গন ও অলিগলি প্রদক্ষিন করে এই মঞ্চ। রাজপথ ও ক্যম্পাসের জনপ্রিয় মুখ এক সময়ের শ্লোগান মাষ্টার ছাত্র ও যুব সমাজের প্রিয়ভাজন সারোয়ার হোসেন রিপন বর্তমানে পরিবার সহ ইউরোপে বসবাস করছেন। স্বদেশ ও প্রবাসে বঙ্গবন্ধু ও বাংলাদেশের চেতনা লালনকারী এই নেতা সর্বদা তার কর্মপ্রচেষ্টা দিয়ে দলীয় দায়িত্বে রয়েছেন সক্রিয়। ৭ মার্চ তার উদ্যোগে আয়োজিত ভাষণ প্রচার সর্বমহলে প্রশংসিত হয়েছে। জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ তার ভুয়সী প্রসংশা করেছেন।

তার সাথে আলাপকালে জানান নতুন প্রজন্মকে ইতিহাস সচেতন ও বঙ্গবন্ধু পরিচিতির জন্য তার এ আয়োজন। এর আগেও তিনি বহুবার ৭ মার্চ ও নানা দিবসে দায়িত্বপূর্ণ কর্মসূচী পালন ও পৃষ্ঠপোষকতা করেছেন।

(আইইউএস/এএস/মার্চ ০৯, ২০২২)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test