E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কক্সবাজারে তিন কোটি টাকা মূল্যের এক লাখ ইয়াবা উদ্ধার

২০২২ মার্চ ১০ ১৭:৫৭:৪৬
কক্সবাজারে তিন কোটি টাকা মূল্যের এক লাখ ইয়াবা উদ্ধার

জাহেদ সরওয়ার, কক্সবাজার : বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর এর অধীনস্থ রেজুআমতলী বিওপির সদস্যগণ ০৯ মার্চ ২০২২ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ইয়াবা ব্যবসায়ীরা বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। 

উক্ত সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপির একটি চৌকস টহলদল বিওপি হতে আনুমানিক ০২ কিঃ মিঃ উত্তর দিকে এবং সীমান্ত পিলার-৩৯ হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন ৪নং রাজাপালং ইউপির জলিলের গোদা আমবাগান (জিআর-২৬৫৫১৪, মানচিত্র ৮৪-সি/৩) নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে বিজিবি টহলদল মাদক ব্যাবসায়ীদের চ্যালেঞ্জ করলে তারা গ্রেফতার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে তাদের সাথে থাকা বস্তা মাটিতে ফেলে দ্রুত গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। অতঃপর টহলদল তাদের ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে বার্মিজ ইয়াবা এক লাখ পিস উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ৩,০০,০০,০০০/- (তিন কোটি) টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

(জেএস/এসপি/মার্চ ১০, ২০২২)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test