E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নিখোঁজ স্কুলছাত্রের মৃতদেহ মিলল জেলেদের জালে!

২০২২ মার্চ ১১ ১৫:০৩:১৬
নিখোঁজ স্কুলছাত্রের মৃতদেহ মিলল জেলেদের জালে!

পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার স্কুলছাত্র  সূর্য ঘোষ এর মৃতদেহ পাথরঘাটার লালদিয়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে শুক্রবার সকালে।

শুক্রবার সকালে পাথরঘাটা থানার (ওসি তদন্ত) সঞ্জয় কুমার মজুমদার জেলেদের জালে ওই ছাত্রের লাশ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীর লালদিয়া এলাকায় ঘুরতে এসে সূর্য ঘোষ (১৩) নামে সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সূর্য বরগুনার সৃষ্টি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং বরগুনা সদরে ৯ নম্বর ওয়ার্ড কলেজ সড়ক এলাকার পিযুষ ঘোষের ছেলে। সৃষ্টি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক প্রতাপ চন্দ্র সাংবাদিকদের জানান, সৃষ্টি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বাৎসরিক বনভোজনে ৬৫ সদস্যের একটি দলে লঞ্চযোগে বরগুনা থেকে পাথরঘাটার হরিনঘাটা ইকোপার্ক সংলগ্ন লালদিয়া নদির এলাকায় একটি চরে অবস্থান নেয়।

দুপুরে ওই চরের পাশে নদীতে গোসল করতে নামে সে। গোসল করে অন্য সকলে ফিরে এলেও সূর্য নিখোঁজ হয়। ফিরে না আসায়‌ শুরু হয় খোঁজাখুঁজি ।

এ বিষয়ে পাথরঘাটা থানায় মৌখিকভাবে জানানো হলে তাৎক্ষণিক পুলিশ, ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযানে নামে।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন টিম লিডার আবু জাফর বলেন, আমরা খবর পেয়েই অভিযান শুরু করি।

শুক্রবার সকালে ওই লালদিয়ার চরেই নিখোঁজ স্কুলছাত্র সূর্য ঘোষ এর মৃতদেহ জেলেদের জালে পাওয়া যায়।

পাথরঘাটা থানার (ওসি তদন্ত) সঞ্জয় কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। জেলেদের জালে লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ কোস্টগার্ড রয়েছে । পুলিশ স্থানীয়দের বক্তব্য এবং মৃতদেহের সুরতহাল করছে। এরপরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এvdt/এসপি/মার্চ ১১, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test