E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

স্ত্রী-সন্তান নিহতের ৭ দিন পরে স্বামীর মৃত্যু!

২০২২ মার্চ ১৩ ১৫:৫০:৩৩
স্ত্রী-সন্তান নিহতের ৭ দিন পরে স্বামীর মৃত্যু!

আমতলী প্রতিনিধি : পিকআপ গাড়ীর চাপায় পিষ্ট হয়ে গত সোমবার স্ত্রী নুরুন্নাহার বেগম (৪০) ও ছেলে মোঃ রাকির (১৬)  নিহত হয়। স্ত্রী-সন্তান হারানোর শোক সইতে না পেরে তাদের নিহত হওয়ার ৭ দিন পরে স্বামী মোঃ আবুল কালাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। একই পরিবারের তিন জনের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার পশ্চিম চুনাখালী এলাকায় রবিবার ভোর রাতে।

জানা গেছে, উপজেলার পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নুরুন্নাহার ও ছেলে রাকিব মির্জাগঞ্জ দরবারের উদ্দেশ্যে গত সোমবার বাড়ী থেকে রওয়ানা দেয়। ভাই সিদ্দিক পাহলানের বাড়ীতে যাওয়ার পথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পশ্চিম চুনাখালী এলাকায় পিকআপ গাড়ীর (চট্টমেট্রো-ন-১১-৯০৬৩) চাপায় পিষ্ঠ হয়ে স্ত্রী নুরুন্নাহার বেগম ও ছেলে রাকিব নিহত হয়। তাদের হারিয়ে দিশেহারা হয়ে পড়েন কালাম। স্ত্রী-সন্তান নিহত হওয়ার ৭ দিন পরে রবিবার ভোর রাতে মোঃ আবুল কালাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। বাবা মা ও ভাইয়ের মৃত্যু শোকে কান্নায় মুর্ছা যাচ্ছেন পরিবারের একমাত্র বেঁচে থাকা সদস্য পারভীন (১৮)।

মাদ্রাসা শিক্ষক প্রতিবেশী মোঃ রফিকুল ইসলাম মঞ্জু বলেন, স্ত্রী-পুত্র হারানো শোক সইতে না পেয়ে স্বামী কালামের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তিনি আরো বলেন,৭ দিনের মাথায় একই পরিবারে তিন জন মানুষের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারভীন আক্তার কান্নায় মুর্ছা যাচ্ছে আর বিলাপ করে বলেন, মোর সবই শ্যায় অইয়্যা গ্যাছে। আলহে বাহে হে আইজ মইর‌্যা গেছে। মুই কি লইয়্যা থাকমু। আল্লায় মোরে ক্যা নেলে না।

(এন/এসপি/মার্চ ১৩, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test