E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডিবির উপর হামলা করে আসামী ছিনতাই, মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ৩

২০২২ মার্চ ১৬ ১৯:২৩:০৭
ডিবির উপর হামলা করে আসামী ছিনতাই, মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ৩

এমডি অভি, নারায়ণগঞ্জ : পুলিশ সদস্যদের উপর হামলা করে মাদকসহ আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে বোমা, অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলন করে মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, নুরুন্নাহার বেগম, প্রিয়া বেগম ও রত্না বেগম। এ ঘটনায় পলাতক রয়েছে রিপন মিয়া, রিয়া বেগম, হোসনে আরা বেগম, রিয়াজ মিয়া, পনির হোসেন, স্বপ্না বেগম।

রূপগঞ্জের বলাইখা এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক থেকে গত ১৪ মার্চ গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকার হারুন অর রশিদের ছেলে ২৫ বছর বয়সী কাউসার মিয়াকে গ্রেপ্তার করে এএসআই রিপন ও কনস্টেবল জাহাঙ্গীর আলম। এসময় তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী তার বাড়িতে অভিযান চালায় ডিবি। এসময় তার পরিবারের সদস্য সহ সহযোগীরা পুলিশের উপর হামলা চালিয়ে কাউসারকে ছিনিয়ে নেয়। একই সাথে পুলিশকে লক্ষ করে ককটেল বিস্ফোরণ করে। জবাবে পুলিশ পাল্টা দুই রাউন্ড গুলি করলে আসামীরা পালিয়ে যায়। আসামীদের হামলায় এএসআই রিপন ও কনস্টেবল জাহাঙ্গীর আলম আহত হয়।

এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১১/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

সংবাদ সম্মেলনে জাহেদ পারভেজ চৌধুরী জানান, ১৫ মার্চ অভিযান চালিয়ে পুলিশের উপর হামলায় জড়িত ৩ নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান পরিচালনা করে ৫১০ গ্রাম গাঁজা, ১০০ পিস ইয়াবা, ৬১ গ্রাম হেরোইন, তিনটি হকিস্টিক, ৩১ ইঞ্চি লোহার তলোয়ার, তিনটি রামদা, দুইটি ককটেল, একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির ৩৫ হাজার টাকা জব্দ করা হয়।

(এমও/এসপি/মার্চ ১৬, ২০২২)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test