E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

২০২২ মার্চ ১৭ ১৭:২১:২৮
জামালপুরে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ১০টায় জামালপুর জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি।

এছাড়াও জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মুর্শেদা জামান, পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ, স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোখলেছুর রহমান ছাড়াও জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, জামালপুর প্রেসক্লাব, জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটি উপলক্ষে আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠন, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জামালপুর শিশু একাডেমি, সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি, উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

এছাড়াও দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে দোয়া, আলোচনা ও কেককাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়। জামালপুর প্রেসক্লাব আয়োজিত এই অনুষ্ঠানে সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি, পৌর মেয়র মো. ছানোয়ার হোসেন ছানু, প্রেসক্লাব সভাপতি হাফিজ রায়হান সাদা, সম্পাদক লুৎফর রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অপরদিকে বকশীগঞ্জ প্রতিনিধি শাহনাজ পারভীন জানিয়েছেন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ছাড়াও উপজেলা চত্ত্বরে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আ. রউফ তালুকদার, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান, অফিসার্স ইনচার্জ মো. তরিকুল ইসলাম, পৌর মেয়র জনাব নজরুল ইসলাম সওদাগর প্রমুখ।

(আরআর/এসপি/মার্চ ১৭, ২০২২)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test