E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মতামতের ভিত্তিতে কমিটি গঠনের দাবি 

নবীনগর উপজেলা আ.লীগের সম্মেলনের প্রস্তুতি কমিটি প্রত্যাখ্যান এক পক্ষের!

২০২২ মার্চ ২১ ১৬:০৮:২১
নবীনগর উপজেলা আ.লীগের সম্মেলনের প্রস্তুতি কমিটি প্রত্যাখ্যান এক পক্ষের!

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : এবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি প্রত্যাখান করে অবিলম্বে নতুন করে সকলের মতামতের ভিত্তিতে একটি 'সম্মেলন প্রস্তুতি কমিটি' গঠনের জোর দাবি জানিয়েছেন দলটির সিনিয়র সহ সভাপতি সাবেক ছাত্রনেতা নিয়াজ মোহাম্মদ খান।

গতকাল রবিবার রাতে ঢাকার একটি অভিজাত রেস্তোরায় দলটির একাংশের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা থেকে নিয়াজ খান এ দাবি জানান।

গতকালের এ মতবিনিময় সভার পর কার্যত নবীনগরে উপজেলা আওয়ামীলীগ আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে নতুন করে আবারও 'বিভক্ত' হয়ে গেল বলে স্থানীয় পর্যবেক্ষকেরা মনে করছেন।

জানা গেছে, আগামি ২১ মে দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিতব্য নবীনগর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনকে সফল করতে সম্প্রতি নয় সদস্যের একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হালিমকে কমিটির আহবায়ক করা হয়। কিন্তু গঠিত ওই সম্মেলন প্রস্তুতি কমিটিতে দলটির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত দলটির বর্ষিয়ান ও ত্যাগী নেতা, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি, সাবেক ছাত্রনেতা নিয়াজ মোহাম্মদ খানকে প্রস্তুতি কমিটিতে রাখা হয়নি। পাশাপাশি দলটির তিন তিনজন সাংগঠনিক সম্পাদকসহ দলের পদে থাকা গুরুত্বপূর্ণ অনেক ত্যাগী ও আদর্শিক নেতাকেও প্রস্তুতি কমিটিতে রাখা হয়নি। অভিযোগ উঠেছে, দলটির সত্যিকারের প্রবীণ, আদর্শিক ও ত্যাগী নেতাদের বদলে দলের সুদিনে যোগ দেয়া নবাগত একাধিক নেতাকে গঠিত ওই বহুল আলোচিত কমিটিতে রাখা হয়েছে।

ফলে গঠিত এই কমিটি নিয়ে স্থানীয় আওয়ামীলীগের অনেক নেতাকর্মী সমর্থকদের মাঝে ক্ষোভ, অসন্তোষ, হতাশা বিরাজ করছে।

এ অবস্থায় দলটির সিনিয়র সহ সভাপতি নিয়াজ মোহাম্মদ খানের আহবানে উদ্ভুত পরিস্থিতিতে করণীয় নির্ধারণের লক্ষে ঢাকায় রবিবার রাতে দলটির একাংশের নেতাকর্মীদের উপস্থিতিতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নিয়াজ মোহাম্মদ খান ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।

নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র ও যুবনেতা সফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় ওই মতবিনিময় সভায় নবীনগরের সন্তান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা ব্যারিষ্টার জাকির আহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক সাবেক চেয়ারম্যান আজহার হোসেন জামাল, আওয়ামীলীগ নেতা এডভোকেট হেলাল উদ্দিন, এডভোকেট জুলকার নাঈম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা সফিকুল ইসলাম সহ দলটির বহু নেতাকর্মী সমর্থক স্বতস্ফুর্তভাবে উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে দলটির সিনিয়র সহসভাপতি ও মতবিনিময় সভার উদ্যোক্তা নিয়াজ মোহাম্মদ খান মুঠোফোনে উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, 'গঠিত সম্মেলন প্রস্তুতি কমিটি সম্পূর্ণ অবৈধ। গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটি গঠিত হয়নি। এটি একটি মনগড়া কমিটি। তাই এই অবৈধ কমিটি আমরা মানিনা। সেজন্যই দলের নেতাদের ডেকে এর প্রতিবাদ করেছি। পাশাপাশি মতবিনিময় সভা থেকে এই অবৈধ কমিটিকে আমরা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছি।"

তিনি বলেন, বিষয়টির প্রতিকার চেয়ে আমরা জেলা কমিটির নেতৃবৃন্দসহ আওয়ামীলীগের হাইকমান্ডকেও অবগত করবো।

পরে এ বিষয়ে কথা বলতে নবীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল এবং সাধারণ সম্পাদক ও গঠিত সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এম এ হালিমের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও তাঁদের সাথে কথা বলা যায়নি।

তবে সোমবার দৈনিক বাংলা ৭১ পত্রিকায় "নবীনগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ২১ মে, প্রস্তুতি কমিটি গঠন নিয়ে তৃণমূলে ক্ষোভ ও হতাশা" শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে দলটির সাধারণ সম্পাদক এম এ হালিম বলেছিলেন, 'যাঁরা বাদ পড়েছেন, তাঁদেরকে প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার ভিত্তিতে 'সহযোগী' হিসেবে আমরা অবশ্যই নিয়ে নেবো। কারণ নয়জনের পক্ষেতো আর ২১ ইউনিয়নের সব কমিটি গঠন করা সম্ভব হবেনা।'

তবে তিনি সুস্পষ্টভাবেই জানান, গঠিত নয় সদস্যের মূল কমিটি'তে নতুন করে কাউকে নেয়া যাবে না।

প্রসংগত, ২০১৪ সালের ৬ জুন নবীনগর উপজেলা আওয়ামীলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল।

(জিডি/এসপি/মার্চ ২১, ২০২২)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test