E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অছাত্রের, প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত কমিটি বলছেন একাংশ  

৪ বছর পর নবীনগর উপজেলা ও পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা!

২০২২ মার্চ ২৬ ১৮:৪৪:০৩
৪ বছর পর নবীনগর উপজেলা ও পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা!

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রায় চার বছর পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় 'উপজেলা ও পৌর ছাত্রলীগ' এর দুটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ ২৬ মার্চ জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখিত দুটি আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।

মোহাম্মদ আবু সাঈদকে আহবায়ক করে ৫১ সদস্যের নবীনগর উপজেলা ও এহসান আহমেদকে আহবায়ক করে ৪১ সদস্যের নবীনগর পৌর কমিটির অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ।

ঘোষিত ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রলীগের কমিটিতে আহবায়ক ছাড়াও আর ৬ জনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। তারা হলেন মো. নাসির উল্লাহ, মোহাম্মদ নাজিম হোসেন, সাকিব মাহমুদ, কবির আহমেদ, মোবারক হোসেন ও আবদুল্লাহ আল তুষার।

অন্যদিকে ঘোষিত ৪১ সদস্য বিশিষ্ট পৌর ছাত্রলীগের কমিটিতে আহবায়ক ছাড়াও আরও ৮ জনকে যুগ্ম আহবায়ক রাখা হয়েছে। তারা হলেন সামির আহমেদ সাইদুল, সাইফুল ইসলাম সাফু, সাথিক হাসান তপু, আকরাম আহমেদ, হিমেল পিয়াস রণী, শুভ আহমেদ রাজু, তানভীর রহমান ও সোহান মিয়া।

এদিকে দুটি কমিটি ঘোষিত হওয়ার পর আজ সকালে ওই দুই কমিটির অনুসারীরা উপজেলা সদরে বাদ্য বাজিয়ে আনন্দ মিছিল বের করে। কিন্তু ঘোষিত কমিটিরই একাধিক সদস্যসহ ছাত্রলীগের কমিটিতে যুক্ত হতে না পারা অনেকেই এই কমিটিকে অছাত্রের, প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত কমিটি বলে অভিহিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রলীগ নেতা বলেছেন, 'দুটি কমিটিতেই বহু অছাত্র রয়েছে। গঠনতন্ত্র অনুযায়ি অনেকেরই বয়স বেশী হয়ে গেছে। অনেকেই পেশাদার ব্যবসায়ী। এটি জেলা কমিটি কেন্দ্রীয় এক সাবেক ছাত্রনেতার দ্বারা আর্থিকভাবে লাভবান হয়ে দুটি মনগড়া পকেট কমিটি নবীনগরকে উপহার দিয়েছেন।

এমন বক্তব্যকে সমর্থন করে ঘোষিত উপজেলা কমিটির অন্যতম যুগ্ম আহবায়ক মোহাম্মদ নাজিম হোসেন উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, 'এটি নি:সন্দেহে দুটি মনগড়া দুর্বল কমিটি ঘোষিত হয়েছে। এরজন্য সরাসরি দায়ী নবীনগরের বীরগাঁওয়ের সন্তান সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও বর্তমান কেন্দ্রীয় যুবলীগ নেতা আল আমীন ভাই। অর্থ লেনদেনের মাধ্যমে তার প্রেসক্রিপশনেই কলোজ কমিটিকে বাদ রেখে এমন বিতর্কিত দুটি প্রশ্নবিদ্ধ কমিটি ঘোষিত হয়েছে।'

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমানে কেন্দ্রীয় যুবলীগের সদস্য এএইচ এম আল আমীন এসব অভিযোগ অস্বীকার করে উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, 'যারা আমাকে জড়িয়ে মনগড়া অসত্য তথ্য প্রচার করছে, তারা মাদকাসক্ত। কারণ, কমিটি দেয়ার এখতিয়ারতো সম্পূর্ণ জেলা কমিটির। কমিটিতে কারা থাকবে, সেটিতো জেলা কমিটি বলতে পারবে। সেখানে আমারতো কিছুই করার নেই। আপনি (সাংবাদিক) জেলা কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বললেই এ বিষয়ে সব জানতে পারবেন। অনর্থক আমাকে নিয়ে কেন অসত্য প্রচারণা হচ্ছে?'

এ বিষয়ে ঘোষিত উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক মোহাম্মদ আবু সাঈদ এ প্রতিবেদককে বলেন, 'আহবায়ক কমিটিতো দেয়া হয়েছে মাত্র তিন মাসের জন্য। তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি আমরা করতে ব্যার্থ হলে, এই আহবায়ক কমিটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। সুতরাং ঘোষিত কমিটি নিয়ে কোন বিতর্কে জড়ানো আমাদের উচিৎ হবেনা। যারা আহবায়ক কমিটিতে যুক্ত হতে পারেননি, তাদেরকে আমরা যোগ্যতার ভিত্তিতে সবার সাথে আলোচনা করে শ্রদ্ধেয় এমপি বুলবুল ভাইয়ের সুপরামর্শে একটি সুন্দর সম্মেলনের মাধ্যমে গ্রহণযোগ্য কমিটি উপহার দেবো ইনশাল্লাহ।'

তবে এক প্রশ্নের জবাবে আবু সাঈদ বলেন,'বয়সের বিষয়টা করোনার কারণে হয়তো ২/১ জনের সামান্য বেশী হতে পারে। কিন্তু কমিটির নাম যখন জমা দেয়া হয়েছিল চার বছর আগে, তখন বয়স সবারই ঠিক ছিলো।'

এদিকে কমিটির অনুমোদন দেয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বিকেলে উত্তরাধিকার ৭১ নিউজকে মুঠোফোনে বলেন, 'আপনি যত নিরপেক্ষভাবেই কমিটি ঘোষণা করুন, দুপক্ষকে কখনই খুশী করতে পারবেন না। আমরা নবীনহরের বর্তমান ও সাবেক দুই এমপিসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে তাদের কনসার্ণ নিয়েই কমিটির অনুমোদন দিয়েছি। এরপরও কারো অসন্তোষ কিংবা ক্ষোভ থাকলে, তিন মাসের মধ্যে যে সম্মেলন হবে, সেখানে নিশ্চয় তারা তাদের যোগ্যতা দিয়ে কমিটিতে আসতে পারবেন।'

(জিডি/এসপি/মার্চ ২৬, ২০২২)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test