E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১১ বছরেও সন্ধান মেলেনি নিখোঁজ খালেক ফকিরের

২০২২ মার্চ ২৭ ১৭:৩২:৫৬
১১ বছরেও সন্ধান মেলেনি নিখোঁজ খালেক ফকিরের

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ১১ বছরেও নিখোঁজ কৃষক আব্দুল খালেক ফকিরের সন্ধান মেলেনি। পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাঁকে অপহরণ করেছে প্রতিপক্ষরা। নিখোঁজ ওই কৃষকের সন্ধান ও অপহরণের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে তাঁর পরিবার।

রবিবার (২৭ মার্চ) দুপুরে সরিষাবাড়ী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে নিখোঁজ কৃষকের ছেলে মিজানুর রহমান লিখিত বক্তব্যে জানান, তার বাবা উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া (ধোপাদহ) গ্রামের নিরীহ কৃষক আব্দুল খালেক ফকিরের ৭৬ শতক জমি প্রতিবেশি সাইফুল ইসলামের ছেলে এনামুল হক, রাশেদ, সাঈদ ও ভাই হাফিজুর রহমান জবরদখল করে। এ নিয়ে আদালতে মামলা হলে উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরইমধ্যে ২০১১ সালের ৬ জানুয়ারি খালেক ফকির নিখোঁজ হন।

এ ব্যাপারে ১৬ জানুয়ারি থানায় তার পরিবার জিডি করে। দীর্ঘদিনেও জিডির কোনো অগ্রগতি না হওয়ায় চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি আদালতে অপহরণ ও গুমের অভিযোগে মামলা করা হয়। যা বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।তদন্ত করছে।

এদিকে বিরোধপূর্ণ জমিতে গেলে বাবার মতো সন্তানদেরও গুম-খুনের হুমকিসহ মামলা প্রত্যাহার করতে সাইফুল ইসলামের ভাই ও ছেলেরা চাপপ্রয়োগ করছে বলে মিজানুর রহমান অভিযোগ করেন। তার বাবাকে মৃত বা জীবিত উদ্ধারসহ অপহরণকারীদের শাস্তির দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নিখোঁজের স্ত্রী মর্জিনা বেগম, মেয়ে ঝিনুক আক্তার, পুত্রবধূ নার্গিস বেগম ভাতিজা ইদ্রিস, কামাল হোসেন প্রমুখ।

এব্যাপারে জামালপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক মাজহারুল ইসলাম জানান, মামলাটি আদালত পিবিআইকে তদন্তের আদেশ দিয়েছেন। মামলাটি যেহেতু নতুন, কিছুদিন হলো তদন্ত শুরু করা হয়েছে।

(আরআর/এএস/মার্চ ২৭, ২০২২)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test