E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাবেক জাতীয় ও বিভাগীয় ফুটবলারদের মিলন মেলা

২০২২ এপ্রিল ০৩ ১৫:২১:১৩
সাবেক জাতীয় ও বিভাগীয় ফুটবলারদের মিলন মেলা

রিপন মারমা, রাঙামাটি : সোনালী অতীত ক্লাব কাপ্তাই'এর আয়োজন শনিবার (২ এপ্রিল) বিকেল ৩ টায় কেপিএম ব্রিক ফিল্ড মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। সোনালী অতীত ক্লাব কাপ্তাই বনাম রাঙামাটি জেলা ফুটবল একাডেমি।এর মধ্যে এক প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলায় ৩-০ গোলে বিজয়ী হন কাপ্তাই সোনালী অতীত ক্লাব। দলকে গোল দিয়ে বিজয়ী করেন লোকাস এবং সোহেল।

সোনালী অতীত ক্লাব কাপ্তাই'খেলোয়াড়দের সাথে কথা বলে জানা যায়, ঢাকার মাঠে অতীতে কাঁপিয়েছেন পার্বত্য চট্রগ্রাম রাঙামাটি কাপ্তাইয়ে সন্তান পান্না লাল নন্দী, আসলাম খান,লাতু লাল নন্দী, নিংছাই প্রু চৌধুরী, সামশুদ্দীন চৌধুরী,এফআই কামাল,মীর মন্জু , বিপ্লব মারমা, সাহাজ উদ্দিন টিপু,বাচ্চু মিয়া, সন্তোষ দাস, জামাল উদ্দিন, সালে আহাম্মদ, প্রভাত বড়ুয়া, মংসিলা মারমা, জনি মারমা, বাবু খান, শাহ নেওয়াজ, সালাউদ্দিন, বাথুই মারমা, এনামুল হক, বদরুল আলম জিপু,আকিদ সহ নাম না জানা আরো অনেকেই।

এ ছাড়াও তাদের মধ্যে অধিকাংশ খেলোয়াড়রা খেলেছেন স্বনামধন্য শেরে বাংলা,ডিসি কাপ, আবার কেউ খেলেছেন আবাহনী, ব্রাদাস ইউনিয়ন, মুক্তি যোদ্ধা সংসদ, ভিক্টোরিয়া, ওয়ারী, ধানমন্ডীসহ বিভিন্ন ক্লাবে।এসব ফুটবলাররা খেলোয়াড়ি জীবনের ইতি টানেন ১৫ থেকে ২০ বছর পুর্বে। এর মধ্যে ৫০ থেকে ষাটোর্ধ্ব বছর বয়সী কাপ্তাইয়ের এ সব কৃতি খেলোয়াড়রা দীর্ঘ ২০ বছর পর আবার ২ এপ্রিল ২০২২ এ প্রীতিফুটবল ম্যাচে মাঠে নামলেন।

অপর দিকে রাঙামাটি জেলা ফুটবল একাডেমি থেকে যারা প্রীতিম্যাচে অংশ গ্রহন করেছেন ফুটবল অঙ্গনের জনপ্রিয় সাবেক জাতীয় দলের কৃতি ফুটবলার কিংশুক চাকমা, রাঙামাটির কৃতি ফুটবলার আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল, ওয়াশিংটন চাকমা, রনবির চাকমা। সব কৃতি ফুটবলারদের মিলন মেলা বসেছে কাপ্তাইয়ের কেপিএম ব্রিকফিল্ড মাঠে।

অনেকে প্রাণের টানে পুরানো সেই চিরচেনা মাঠে আবারও বুট পড়ে ফুটবল নিয়ে কিছুক্ষণের জন্য হারিয়ে গেলেন সেই সোনালী দিনে। প্রাক্তন এবং বর্তমান খেলোয়াড়দের মিলনমেলায় পরিণত হয়েছে।

কাপ্তাই সোনালী অতীত ক্লাবের সভাপতি শাহাবুদ্দীন আজাদ ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গণমাধ্যম'কে জানান, মূলত উদীয়মান ফুটবল খেলোয়ার ও নতুন প্রজন্মের খেলোয়াড়দের পরিচয় এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এই আয়োজন।

কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া জানান, সাবেক জাতীয় খেলোয়াড়দের সম্মান জানানো এবং নতুনদের পরিচয় করার উদ্যোশে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কাপ্তাইয়ের আর এক কৃতি ফুটবলার প্রভাত কুসুম বড়ুয়া, সহকারী ছিলেন শাহজালাল চৌধুরী ও তাজুল ইসলাম স্বপন। ধারা বর্ণনায় এমরান হোসেন ও বিজয় মারমা।

খেলা শেষে কেপিএম ব্রিকফিল্ড মাঠে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা এবং পুরস্কার বিতরণ করা হয়। সময় বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের প্রবীন ক্রীড়া সংগঠক ও রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সুনীল কান্তি দে কে সোনালী ক্লাব কাপ্তাইয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এইছাড়া রাঙামাটি জেলা ফুটবল একাডেমির পক্ষ হতে কাপ্তাইয়ের ৫ বিশিষ্ট জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুদীপ মজুমদার, অতীতে পার্বত্য চট্টগ্রাম ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সুনীল কান্তি দে, বর্তমান সাধারণ সম্পাদক শফিউল আজম, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড শাহাদাত হোসেন চৌধুরী, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, সোনালী অতীত ক্লাব- কাপ্তাই সভাপতি শাহাবুদ্দীন আজাদ, সোনালী অতীত ক্লাব- কাপ্তাই সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, কেপিএম সিবিএ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু গণমাধ্যমকর্মসহ শ'শ' ক্রীড়াঅনুরাগী দর্শক উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/এপ্রিল ০৩, ২০২২)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test