E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহাসড়কে চাঁদাবাজী বন্ধে শক্ত অবস্থান নেবে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ

২০২২ এপ্রিল ০৭ ১৫:৪৩:৩৫
মহাসড়কে চাঁদাবাজী বন্ধে শক্ত অবস্থান নেবে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার মধ্যে অবস্থিত ৬৫ কিলোমিটার মহাসড়কে চাঁদাবাজি বন্ধে কঠোর ভূমিকা নেবে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে বনপাড়া হাইওয়ে থানার উদ্যোগে অনুষ্ঠিত ”হাইওয়ে মহাসড়কে চাঁদাবাজি বন্ধে করণীয়” শীর্ষক এক আলোচনা সভায় এ কথা জানান থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান।

বনপাড়াস্থ জেলা মটর মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি সভাপতিত্ব করেন। উপ-পরিদর্শক ফিরোজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মটর মালিক সমিতির সভাপতি আব্দুল করিম, সহ-সভাপতি রওশন খাঁ, অফিস সহকারী জুমর আলী, দপ্তর সম্পাদক গাজী সাহিদুল ইসলাম সহ স্থানীয় মটর মালিক ও শ্রমিকবৃন্দ।

থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান তার বক্তব্যে বলেন, হাইওয়ে থানার কোন অফিসার বা ফোর্স চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকবে না। এছাড়া মটর মালিক অথবা শ্রমিক সদস্যদের কেউ চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমান পরিস্থিতিতে এবং আসন্ন ঈদকে কেন্দ্র করে মহাসড়কে চাঁদাবাজি ঠেকাতে হাইওয়ে থানা বদ্ধপরিকর।

(এডিকে/এসপি/এপ্রিল ০৭, ২০২২)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test