E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশের একটি মানুষও না খেয়ে নেই : কৃষিমন্ত্রী 

২০২২ এপ্রিল ০৭ ১৮:৫৩:৫৭
দেশের একটি মানুষও না খেয়ে নেই : কৃষিমন্ত্রী 

মিঠুন গোস্বামী, রাজবাড়ী : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, দেশে দারিদ্র্যের হার কমেছে। ধানের উৎপাদন কমলেও দেশে খাদ্যের কোন সংকট নেই, একটি মানুষও না খেয়ে নেই । 

আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত কৃষি উৎপাদন বৃদ্ধি ও বিপনন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষি সচিব সায়েদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত মত বিনিময় সভায় বিষেশ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাডঃ খোদেজা নাসরিন আক্তার হোসেন ও সালমা চৌধুরী রুমা, জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতুসহ অন্যান্যরা।

এর আগে রাজবাড়ী সার্কিট হাউজে কৃষিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি গার্ডঅফ অনার প্রদান করা হয়।

(এমজি/এসপি/এপ্রিল ০৭, ২০২২)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test