E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লাখ লাখ টাকা লোপাট

চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ ইউপি সদস্যদের

২০২২ এপ্রিল ০৮ ১৭:৫২:২৮
চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ ইউপি সদস্যদের

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম নজুর বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ দায়ের করেছে ইউপি সদস্যরা। ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যসহ মোট ৮ জন ইউপি সদস্য চেয়ারম্যান নজুর বিরুদ্ধে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেনের কাছে গত বুধবার (৬ এপ্রিল) লিখিত অভিযোগ দায়ের করেছে। 

অভিযোগে ইউপি সদস্যরা উল্লেখ করেছেন, করোনা কালীন সময়ে ৮০০ কেজি চাল, টিআর বাবদ তিন লাখ টাকা, এডিবি প্রকল্পের ১১ লাখ ২০ হাজার টাকা ও সরকার নির্ধারিত ১০ টাকা কেজি চাল বিতরণে ইউপি সদস্যদের ডাকেননি। এ সব টাকা চ্যায়ারম্যান নজু লোপাট করেছে। অভিযোগে আরো বলা হয় হতদরিদ্রের মাঝে চাল বিতরণ করার জন্য ইউপি মেম্বরদের স্বাক্ষর জাল করে ইউনিয়ন সচিব বিল্লাল হোসেনে এই জালিয়াতি করেন।

মেম্বাররা চেয়ারম্যানের কাছে এ বিষয়ে জানতে চাইলে, তিনি তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি-ধামকি দিয়ে বলেন, আমি কারো কাছে কোন কৈফিয়ত দিতে পারবো না।

চেয়ারম্যান, নজরুল ইসলাম নজু বিষয়টি নিয়ে জানান, আমি শপথ নেওয়ার পর ইউনিয়নের প্রতিটা সদস্যদের নিয়ে নিয়মিত রেজুলেশন করে সমস্ত কাজ ভাগ করে দিয়েছি। আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অভিযোগ দেওয়া হয়েছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ও ভিত্তিহীন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোন দুর্নীতির সঙ্গে আমি জড়িত নয়।

এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন এর সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি আমি অবগত হয়েছি। পরবর্তী মিটিংয়ে উপস্থাপন ও অভিযোগ তদন্ত করে দেখা হবে।

(একে/এসপি/এপ্রিল ০৮, ২০২২)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test