E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কি.মি. যানজট

২০১৪ সেপ্টেম্বর ৩০ ১৪:৩৯:০৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কি.মি. যানজট

কুমিল্লা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৪০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। কুমিল্লার দাউদকান্দি থেকে আলেখারচর বিশ্বরোড এলাকা পর্যন্ত এ যানজট।

পুলিশ জানায়, সোমবার রাত ১টার দিকে দুর্ঘটনা কবলিত একটি লরিকে উদ্ধার করতে গিয়ে দাউদকান্দির দৌলতপুর এলাকায় মহাসড়কের উপর একটি রেকার আটকে যায়। এ কারণে সড়কের দুপাশে রাত থেকে শত শত যানবাহন আটকে পড়ে যানজটের সৃষ্টি হয়। রেকারটি সরানো হলেও যানজট এখনও রয়েছে। এছাড়া মহাসড়কে প্রচুর যানবাহনের চাপও রয়েছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর বলেন, দাউদকান্দি এলাকায় যানজটের কারণে ঘরমুখো মানুষের পাশাপাশি মহাসড়কে আটকে পড়েছে পশু ও পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি অতিরিক্ত জেলা পুলিশ কাজ করছে।

এছাড়া ময়নামতি এলাকায়ও প্রচুর যানবাহনের চাপ রয়েছে। মহাসড়কের এ অংশে থেমে থেমে যানবাহন চলাচল করছে।

মহাসড়কে প্রচুর যানবাহনের চাপের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান, ময়নামতি হাইওয়ে ফাঁড়ির এসআই অমল চন্দ্র দাস।

(ওএস/অ/সেপ্টেম্বর ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test