E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুয়াকাটার অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

২০১৪ সেপ্টেম্বর ৩০ ১৭:৩৪:৩২
কুয়াকাটার অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : উচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা করে সরকারি খাস জমি দখল করে স্থাপনা নির্মাণ করায় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান’র নেতৃত্বে ও কুয়াকাটা নৌ-পুলিশের সহায়তায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়। দুপুর পর্যন্ত অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।


জানাযায়, ২০১১ সালের ২জুন পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা থেকে সব ধরনের স্থাপনা অপসারণের নির্দেশ দেয় হাইকোর্ট। তখন দু’শতাধিক স্থাপনা ভেঙ্গে দেয়া হয়। কিন্তু কুয়াকাটার সরকার দলীয় ও বিএনপির সমর্থক কয়েকজন প্রভাবশালী ফের অসংখ্য স্থাপনা তুলে বিক্রি এবং ভাড়া দেয়। এ উচ্ছেদের ফলে তাদের কাছ থেকে ভাড়ায় নেয়া দোকানিরা ক্ষতির শিকার হয়। তবে এখনও কুয়াকাটায় অনেক পাকা অবৈধ স্থাপনা রয়েছে।

কলাপাড়ার মহিপুর ভূমি সহকারী কর্মকর্তা সুরেন চন্দ্র জানান, কুয়াকাটার সকল ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। উচ্ছেদ অভিযানে কোন প্রভাবশালীর স্থাপনাই অক্ষত থাকবে না। সব ভেঙ্গে ফেলা হবে।

(এমকেআর/এএস/সেপ্টেম্বর ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test