E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নদী-নালা ভরাটের ফলে বন্যায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

২০২২ জুলাই ১০ ১৪:৩৭:৫৭
নদী-নালা ভরাটের ফলে বন্যায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের নদী-নালা, খাল-বিল ভরাটে বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ছেলে বেলায় আমাদের এখানে বন্যা আসতো। সকালে বন্যা এলে বিকেলে বা পরদিন চলে যেত। কিন্তু এবার বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় নদী-নালা ভরাট হয়ে গেছে। এগুলো সংস্কার করতে হবে।

রবিবার (১০ জুলাই) সকালে সিলেট নগরের শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে তিনি এসব কথা বলেন।

ড. একে আবদুল মোমেন বলেন, আমাদের ভাবতে হবে। কীভাবে এসব মোকাবিলা করা যায়। স্মরণকালের ভয়াবহ বন্যার পরও আমরা ভালো অবস্থানে রয়েছি। আজ আমাদের খুশির দিন। এ দিনে আমরা মোটামুটি বন্যাকে পরাস্ত করেছি। বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছি। সরকার ছাড়াও বহু ব্যক্তি ও প্রতিষ্ঠান বন্যার্তদের আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। এটা আমাদের জন্য বড় পাওয়া।

তিনি বলেন, জাতিসংঘ কিংবা অন্যরা আমাদের একটা টাকাও দেয়নি। তবে তারা কিছু সংস্থা বা পার্টনারদের মাধ্যমে দেয়। তারা যা বলে তা দেয় তা যথাযথ মানুষের কাছে পৌঁছে কিনা আমরা তো মনিটরিং করতে পারি না। অবশ্য মনিটরিং করতে পারেন আপনারা (সাংবাদিকেরা)। এবার আমাদের জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজনের মাধ্যমে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। এ কারণে কোনো দুর্নীতি হয়নি।

(ওএস/এসপি/জুলাই ১০, ২০২২)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test