E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাস্তার পাশের মরা গাছ এখন মরণফাঁদ

২০২২ জুলাই ২০ ২০:৩২:১৯
রাস্তার পাশের মরা গাছ এখন মরণফাঁদ

একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি জামালপুর সড়কের দুই পাশে বেশ কয়েকটি বড়, বড় শিশু গাছ মরে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এটি এখন মরণফাঁদে পরিনত হয়েছে বলে মনে করে গ্রামবাসী। সামান্য ঝড়বৃষ্টি বা দমকা বাতাসে গাছের ডাল এমনকি গাছও ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে রাস্তার পাশে মরা গাছ দাঁড়িয়ে থাকায় চরম ঝুঁকি নিয়ে চলছে পথচারী ও যানবাহন। যে কোন মূহুর্তে ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনাও। তাই বড় ধরণের কোন দুর্ঘটনা ঘটার আগেই ঝুঁকিপূর্ণ মরা গাছগুলি জরুরীভাবে অপসারণ করা প্রয়োজন বলে জানিয়েছেন এলাকাবাসী।

সরজমিনে গিয়ে দেখা যায়,বালিয়াকান্দি থেকে জামালপুর যাওয়ার একমাত্র প্রধান সড়কের এই অবস্থা। জামালপুরের পার্শ্ববর্তী এলাকায় দুটি জুট মিল ও একটি ফুড প্রোডাক্ট লিমিটেড রয়েছে, সে খানে কাজ করতে প্রতিদিন কয়েক শত শ্রমিক এই রাস্তাদিয়ে যাতায়াত করছে।

তাছাড়া কয়েকটি গ্রামের মানুষের জেলা শহরে যাওয়ার প্রধান রাস্তা এটি। মরা গাছের কারণে আতঙ্কের মধ্য দিয়ে যাতায়াত করতে হয় এই রাস্তায় চলাচল করা লোকজনদের।

স্থানীয়রা বলছে, মাঝে মধ্যে ঝড়-বৃষ্টি হলে মরা গাছের ডাল ভেঙ্গে পড়ে থাকে রাস্তার উপরে। মরা গাছের এমন পরিস্থিতি হওয়া সত্বেও নজরদারী নেই কর্তৃপক্ষের। এমন অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

পথচারী শহিদুল ইসলাম জানান, প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে শতশত লোক চলাচল করে অনেক বাচ্চারা এরাস্তা দিয়ে স্কুলে যাতায়াত করে, এই রাস্তার পাশে থাকা মরা গাছ দ্রুত অপসারণ না করলে যে কোন সময়ে বড় ধরণের দূর্ঘটনা শিকার হতে পারে যে কেও।

গাড়ি চালক রুবেল মিয়া বলেন, ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে আছে মরা গাছ যেকোন সময় পথচারীদের উপর গাছ বা গাছের ডাল ভেঙে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। পথচারীদের সুবিধার্থে জরুরীভাবে এ গাছটি কাঁটার প্রয়োজন বলে মনে করি।

এবিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কমকর্তা আম্বিয়া সুলতানা বলেন, রাস্তার বিষয় টি তো জটিল। জনস্বার্থে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(একেএমজি/এএস/জুলাই ২০, ২০২২)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test