E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাংশায় ২০০ পরিবার পেলেন জমিসহ গৃহ

২০২২ জুলাই ২১ ১৯:২২:৫৩
পাংশায় ২০০ পরিবার পেলেন জমিসহ গৃহ

একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : "আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার" মুজিববর্ষে "বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না" মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আওতায় রাজবাড়ীর পাংশা উপজেলায় ২০০ টি পরিবার কে জমি ও গৃহ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলি-কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে জমি ও গৃহ হস্তান্তর প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপের এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।এ পর্যায়ে সারাদেশে ২৬ হাজার ২২৯টি পরিবারের মাঝে ঘর ও ভূমি হস্তান্তর করা হয়।

পাংশা উপজেলা পরিষদ হলরুমে ভূমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনিম আওন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা উপজেলার চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র জনাব ওয়াজেদ আলী, উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব মোছাঃ রোকেয়া বেগম প্রমূখ।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন ও সুবিধাভোগী পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

(একেএমজি/এএস/জুলাই ২১, ২০২২)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test