E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

২০২২ জুলাই ২৩ ২৩:৫০:০৬
রাজবাড়ীতে কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়ন কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বাণিবহ ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক শুকুর মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী কেরামত আলী।

প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ গোলাম মোস্তফা বাচ্চু, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রমজান আলী খান, রাজবাড়ী জেলা কৃষকলীগের আহবায়ক আবু বক্কার খান, যুগ্ম আহবায়ক মোস্তফা মাহমুদ হেনা মুন্সি, বিপ্লব মুক্ত বিশ্বাস, রাজবাড়ী সদর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরজু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল, বাণিবহ ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ইউনুছ আলী মোল্যা, বাণিবহ ইউনিয়নের চেয়ারম্যান মোছাঃ শেফালী আক্তার প্রমুখ। এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা বক্তৃতা করেন।

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী কেরামত আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে পদ্মা সেতু চালু করতে পেরেছেন। এ কারণে আজ আমাদের কৃষকদের উৎপাদিত ফসল ঢাকায় দিনেই বিক্রি করতে ফিরতে পারছেন। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে বিদ্যুতের সামান্য লোড শেডিং হচ্ছে। এ নিয়ে বিএনপি নানা অপপ্রচার চালাচ্ছে। আশা করছি দ্রুতই এ সমস্যার সমাধান হবে।

(একেএমজি/এএস/জুলাই ২৩, ২০২২)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test