E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বোয়ালমারী-ঢাকা রুটে বিআরটিসি বাস বন্ধের প্রতিবাদে ২১ সংগঠনের মানববন্ধন

২০২২ আগস্ট ১১ ১৭:৩৯:৩৫
বোয়ালমারী-ঢাকা রুটে বিআরটিসি বাস বন্ধের প্রতিবাদে ২১ সংগঠনের মানববন্ধন

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী-ভাঙ্গা-পদ্মা সেতু-ঢাকা মহাসড়কে উদ্বোধনের একদিন পরেই ফরিদপুরের বাস মালিক সমিতি কর্তৃক বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)র বাস বন্ধ করে দেবার প্রতিবাদে মানববন্ধন করেছেন বোয়ালমারীর ২১টি সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন ।
বৃহস্পতিবার সকাল দশটায় বোয়ালমারী পৌর বাস টার্মিনালের সামনে মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এক অভূতপূর্ব সুশৃঙ্খল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রকাশ, ফরিদপুর বাস মালিক সমিতি তিন যুগেরও অধিক সময় ধরে ফিটনেস বিহীন নিম্ন মানের বাস সার্ভিস দিয়ে বোয়ালমারী, আলফাডাঙ্গার সাধারণ যাত্রীদের জিম্মি করে রেখেছে। যাত্রীদের সাথে দুর্ব্যবহার, অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে সাধারণ মানুষের দাবির মুখে বিআরটিসি এসি বাস সার্ভিস বুধবার থেকে চালু হয়। উদ্বোধনের দ্বিতীয় দিনে বিআরটিসির একটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করলে ভাঙ্গা বাস টার্মিনালের কাছে পৌঁছালে ফরিদপুর বাস মালিক সমিতি বাসটি গতিরোধ করে আটকিয়ে দেয়। এসময় যাত্রীদের সাথে দুরৃব্যবহার করে বাস থেকে রাস্তায় নামিয়ে দেওয়াসহ বিআরটিসি বাসের স্টাফদের মারধর করে এবং এই রুটে বাস চললে হাত পা কেটে দেওয়ার হুমকি দেয়।

বাস মালিক সমিতি বিআরটিসি বাস বন্ধ করে যাত্রী নামানোর সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সুশীল সমাজ ও সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে উঠে। সাধারণ জনগণ তাৎক্ষণিক ওই দিন পৌর বাস টার্মিনালে গিয়ে মালিক সমিতির ঢাকাগামী রাজধানী পরিবহন বন্ধ করে দেন। এসময় বোয়ালমারী থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে জেলা বাস মালিক সমিতির পরিচালিত বাসটি উদ্ধার করে ঢাকা যেতে সাহায্য করেন।

বিআরটিসি বাস চলাচল অব্যাহত রাখার দাবিতে ২১টি সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন, সাপ্তাহিক চন্দনা সম্পাদক কাজী হাসান ফিরোজ, প্রেসক্লাব বোয়ালমারীর সভাপতি এ্যাড. কোরবান আলী, বোয়ালমারী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা মিলন, জেলা যুবলীগের সদস্য ও চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, যুবলীগের যুগ্ম আহ্বায়ক চৌধুরী রায়হান রকি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, উপজেলা যুবদলের সহ-সম্পাদক ইমরান হোসেন, বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা, পৌর আওয়ামীলীগের ৩নং ওয়ার্ডের সভাপতি আহাদ খান, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সহকারি অধ্যাপক মো. আলমগীর হোসেন, সাংবাদিক আমীর চারু বাবলু, প্রভাষক জাহিদুল ইসলাম পল্লব, বন্ধু সংঘের সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী ছরোয়ার জাহান দুলু চৌধুরী, ক্যাবের সাধারণ সম্পাদক এমএম নুর ইসলাম, ব্লাডব্যাংক অব বোয়ালমারী সভাপতি ডিসি মুশফিক, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. মাহফুজ মিয়া, শামীম প্রধান প্রমূখ। মানববন্ধনের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা ক্যাবের সভাপতি, সাংবাদিক মুহাব্বাতজান চৌধুরী।

মানববন্ধনে বক্তরা বলেন, বোয়ালমারীতে মালিক সমিতির বাস উদ্ধারে পুলিশের তৎপরতা দেখে মনে হয়েছে পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী নয়,তারা বাস মালিক সমিতির কর্মচারী! বক্তারা সরকারের পরিবহন সংস্থা বিআরটিসির বাস ফরিদপুর বাস মালিক সমিতির গুন্ডা বাহিনী কর্তৃক ভাঙ্গায় আক্রান্ত হওয়ার পর পুলিশ প্রশাসনের ভূমিকায় বিস্ময় প্রকাশ করেন। বক্তারা বলেন, জনগণের জন্য সরকার প্রদত্ত বিআরটিসি বাসের পরিষেবা বন্ধ হলে আমরা রাজপথ ছাড়ব না। বরং আন্দোলন আরও জোরদার করতে রাজপথ দখল করে কঠোর আন্দোলন দিতে বাধ্য হব ।

(কেএফ/এসপি/আগস্ট ১১, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test