E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

২০২২ আগস্ট ১৩ ১৫:২৭:৪৪
বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর শহরের অম্বিকাপুরে পল্লী কবি জসীমউদ্দীনের বাড়ির উল্টো দিকের মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুক্রবার বিকাল থেকে শুরু হয়েছে।

লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে মোট ১৮ টি দল ৪ গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে।

টুর্নামেন্টের সভাপতির দায়িত্বে রয়েছেন কোতোয়ালি থানা শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ মিঠু মিয়া।

সার্বিক সহযোগিতায় এবং টুর্নামেন্টের আয়োজনে রয়েছেন মোঃ মিন্টু মিয়া।

এ উপলক্ষে এক জম কালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মিসেস ঝর্না হাসান এলাকাবাসীর বক্তব্য রাখেন হারুনুর রশিদ আব্দুর রাজ্জাক মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন আহমেদ।

টুর্নামেন্ট উপলক্ষে এ দিন ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেন অনুষ্ঠানের সভাপতি মিঠু মিয়া । কেননা মাঠের পাশে কুমার নদী থাকায় অনুষ্ঠিত হয় নৌকা বাইচ। মঞ্চে চলে স্বরচিত কবিতা ও পুথি পাঠের আসর।

টুর্নামেন্ট উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেন, যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন বর্তমান যুব সমাজকে মেশা ও মাদক থেকে রক্ষা পেতে হলে নিয়মিত খেলাধুলা আয়োজন করতে হবে। আমাদের সকলকে শৃঙ্খলা বন্ধ থাকতে হবে সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। তিনি এই টুর্নামেন্টের সফলতা কামনা করেন পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

এরপর প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় শেখ রাসেল ক্রীড়াচক্র সাডেন ডেথ পদ্ধতিতে রাফিউল ক্রীড়া চক্রকে ৬- ৫ গোলের ব্যবধানে পরাজিত করে। বিজিত দলের পক্ষে নাইজেরিয়া দেশের খেলোয়াড় চার্লস অংশগ্রহন করেন। খেলা নির্ধারিত সময় গোলশূন্য ড্র ছিল। এরপর টাইব্রেকারে ৪-৪ গোলে ড্র হবার পর সাডেনডেতে খেলার ফলাফল আসে। গুরুত্বপূর্ণ এই খেলাটি পরিচালনা করেন জহিরুল ইসলাম জিন্নাহ, আশরাফুল ইসলাম, ও মোঃ সিয়াম।

আগামীকাল থেকে প্রতিদিন দুইটা করে খেলা অনুষ্ঠিত হবে।

উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই খেলাটি উপভোগ করে।

(ডিসি/এএস/আগস্ট ১৩, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test