E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বোয়ালমারীতে নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

২০২২ আগস্ট ২০ ১৬:০৫:০২
বোয়ালমারীতে নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মহা অবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮তম জন্মতিথী জন্মাষ্টমী উদযাপন করেছে সনাতন ধর্ম বিশ্বাসীরা।

এ উপলক্ষে ১৯আগস্ট শুক্রবার বিকাল ৫টায় বোয়ালমারী বাজার শ্রী শ্রী রক্ষাচন্ডী মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে একটি বনার্ঢ্য শোভা যাত্রা বের হয়। মন্দির প্রাঙ্গণ হতে শুরু হয়ে শোভা যাত্রাটি পৌরসদরের বড় কামারগ্রাম আখড়া বাড়ি শ্রী শ্রী রাধাগোবিন্দ জিওর নৃত্যর সেবা অঙ্গন গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া, উপজেলা আওয়মীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা পিকুল, বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল ওহাব, শ্রী শ্রী রক্ষাচন্ডী মন্দিরের সভাপতি বাবু শ্যামল কুমার সাহা, সাধারণ সম্পাদক প্রনব কুমার সিকদার, বাসুদেব কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির উপজেলা সাধারণ সম্পাদক রবিন কুমার লস্কর, মদন কুমার দাস, নিখিল কুমার সাহা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল প্রমূখ।

ভাগবান শ্রীকৃষ্ণের জন্মতিথী উপলক্ষে পূজা অর্চনা, বিশেষ প্রার্থনা ও শোভা যাত্রা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস মানবজাতিকে রক্ষায় এবং শুভ শক্তিকে প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আর্বিভাব ঘটেছিল। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবদগীতার অমিয় বানী তিনি প্রচার ও প্রতিষ্ঠা করে ছিলেন।

(কেএফ/এসপি/আগস্ট ২০, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test