E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সালথায় ভ্যানচালকের উপর বর্বরচিত হামলা, থানায় মামলা

২০২২ আগস্ট ৩০ ১৮:২০:১৯
সালথায় ভ্যানচালকের উপর বর্বরচিত হামলা, থানায় মামলা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় আনছার মাতুব্বর (৪০) নামের এক ভ্যান চালককে কুপিয়ে জখম করেছে পাশের বাড়ির দুই সহদর। গুরুত্বর আহত আনছার ঢাকা পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সে উপজেলার গট্টি ইউনিয়নের বাসুয়ারকান্দী গ্রামের মৃত মজিদ মাতুব্বরের ছেলে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

আনছারের ছোট ভাইয়ের স্ত্রী ময়ূরী বেগম, ভাতিজা রহিম মাতুব্বার ও স্থানীয় জামাল মাতুব্বার জানান, ভ্যান চুরি হওয়ার বিষয় নিয়ে আনুমানিক ২০-২৫দিন আগে প্রতিবেশি সোবহান মাতুব্বরের দুই ছেলে বাবুল মাতুব্বর ও মানিক মাতুব্বরের সাথে আনছার মাতুব্বর ও জাহিদ মাতুব্বরের কথা কাটাকাটি হয়েছিলো। এছাড়াও মানিক ও বাবুল মাদক ব্যাবসার সাথে জড়িত। আনছার তাদের মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় তারা অনেক দিন ধরে আনছারের উপর ক্ষিপ্ত ছিল।

তারা আরো জানান, গত শনিবার (২৭ আগষ্ট) বিকালে আনছার মাতুব্বর রসুলপুর বাজারে সাথে নদীতে পাঠ ধোয়ার কাজ করতে ছিলো। এসময় ওত পেতে থাকা মানিক ও বাবুলসহ তার সহযোগিরা আনছারকে ধারালো অস্ত্রদিয়ে এ্যালোপাতারী কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুত্বর অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে ঢাকা রেফার করেন। বর্তমানে আনছার মাতুব্বর ঢাকা পঙ্গু হাসপালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

এ বিষয়ে অভিযুক্ত মানিক ও বাবুল পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।

সালথা থানার এসআই পরিমল কুমার বিশ্বাস বলেন, আনছার মাতুব্বরের উপর হামলার ঘটনায় রবিবার থানায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(এএনএইচ/এএস/আগস্ট ৩০, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test