E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরের নবাগত পুলিশ সুপারের সঙ্গে কৃষক লীগ নেতাদের মত বিনিময়

২০২২ আগস্ট ৩০ ১৯:১৭:২৪
ফরিদপুরের নবাগত পুলিশ সুপারের সঙ্গে কৃষক লীগ নেতাদের মত বিনিময়

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর কে শান্তিপূর্ণ এবং বসবাসের উপযোগী করে গড়ে তুলতে সকলের সহযোগিতা চাইলেন নবাগত পুলিশ সুপার মোঃ শাহজাহান,পিপিএম।

মঙ্গলবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ সঙ্গে সাথে এক শুভেচ্ছা বিনিময়ে এ প্রত্যাশা করেন তিনি।

নবাগত পুলিশ সুপার আরো বলেন, ফরিদপুরকে একটা শান্তির শহর প্রতিষ্ঠা করতে হবে এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন ফরিদপুরে আইন-শৃঙ্খলার উন্নতির জন্য এবং জেলা বাসি মঙ্গলের জন্য তার চেষ্টা অব্যাহত থাকবে।

পুলিশ জেলার কৃষি এবং কৃষকের যেকোনো প্রয়োজনের সবসময় পাশে থাকবে বলে উল্লেখ করেন তিনি। কারণ হিসেবে বলেন, দেশের কৃষকই মূল উৎপাদনে কারিগর, কৃষকরা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো দেশ সমৃদ্ধ হবে আর এই কারণেই আমাদের প্রত্যেকের উচিত কৃষকের কথা চিন্তা করে তাদের পাশে নিবিড় ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন ফরিদপুরের পুলিশ হবে জনবান্ধব যেখানে একজন সাধারণ মানুষ তার আইনগত সকল সুবিধা এখান থেকে পাবে।

তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই জেলাকে এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন এবং এর বিরুদ্ধে তার কঠোর অবস্থান তুলে ধরেন। তিনি বলেন আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই মানুষের পক্ষে কাজ করতে চাই এজন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য ও অবসরপ্রাপ্ত সিনিয়র এআইজি মালেক খসরু, জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম, কৃষক লীগ নেতা প্রফেসর আবুল কাশেম, এডভোকেট প্রদীপ কুমার দাস লক্ষণ, এডভোকেট আসাদুজ্জামান, কামরুল ইসলাম বাবুল, শেখ আখতার ।

(ডিসি/এএস/আগস্ট ৩০, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test