E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

২০২২ সেপ্টেম্বর ০১ ১৮:৪৯:৩২
জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে জমিতে ধান রোপণে যাওয়ার পথে প্রতিপক্ষের অস্ত্রাঘাতে আহত কৃষক মো. আলী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মো আব্দুল জলিল জানান, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মাচ্চর ইউপির ৮ নং ওয়ার্ডের দয়ারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত কয়েকজন বর্তমানে বিএসএমএমসি হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ব্যাপারে বুধবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে থানায়।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে।

নিহতের ভাগনে ওবায়দুর রহমান মৃধা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে বাড়ির পাশে জমিতে ধান রোপণ করতে যাওয়ার পথে প্রতিপক্ষ হারুন, জাহিদ, শাহিদ, রেকুসহ তাদের লোকেরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ছয় সাতজনকে কুপিয়ে গুরুতর জখম করে। ফরিদপুর থেকে গুরুতর আহত মো. আলীকে ঢাকায় নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছিলো। আহতদের মাথায় কোপানো হয়েছে। আহতদের মধ্যে বর্তমানে আব্দুস সালাম, আনোয়ার হোসেন, ওহাব শেখ, সাখাত ও মঞ্জুনামে পাঁচজন ফরিদপুরের বিএসএমএমসি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে সালাম ও আনোয়ারের অবস্থা গুরুতর।

এব্যাপারে আহত ওহাব শেখের ছেলে আক্কাস শেখ বাদী হয়ে ১৪ জনের নামে বুধবার রাতে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

স্থানীয়রা জানান, ওই গ্রামে ফসলী জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ দিনের বিবাদ রয়েছে। এ নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা করে ধান রোপণ করতে যাওয়ার পথে। বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে মামলার তদন্ত করে।

ওসি আব্দুল জলিল জানান, আসামিদের গ্রেফতারে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে জেলার নগরকান্দায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সদরবেড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় খলিল শেখ ও রাজ্জাক শেখসহ তিনজন আহত হন। পূর্ব শত্রুতা ও গ্রাম্য দলাদলি নিয়ে এ সংঘর্ষ হয়।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test