E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুয়াকাটা বঙ্গোপসাগরে স্রোতের টানে ভেসে যাওয়া চার পর্যটককে উদ্ধার

২০১৪ অক্টোবর ১০ ১৭:৪৪:৩০
কুয়াকাটা বঙ্গোপসাগরে স্রোতের টানে ভেসে যাওয়া চার পর্যটককে উদ্ধার

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : সাগরে স্রোতের টানে ভেসে যাওয়ার প্রায় এক ঘন্টা পর কুয়াকাটা বঙ্গোপসাগরের এক কিলোমিটার গভীর সমুদ্র থেকে উদ্ধার হলো চার পর্যটক। এরা হলেন আরিফ, শোয়েব, শাকিল ও ইসমাইল। শুক্রবার দুপুর আড়াইটায় সাগরে গাড়ির চাকার টিউব নিয়ে গোসল করতে নেমে এরা স্রোতের টানে সাগরে ভেসে যায়। খবর পেয়ে কুয়াকাটা নেী-পুলিশ একটি ট্রলার নিয়ে প্রায় একঘন্টা পর সাগরে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে।

কুয়াকাটা নেী-পুলিশ ফাঁড়ির এসআই সঞ্জয় মন্ডল জানান,কুয়াকাটায় বেড়াতে আসা ১২/১৩ বছরের চার কিশোর শুক্রবার স্থানীয়দের কাছ থেকে গাড়ির টিউব নিয়ে সাগরে সাঁতার কাটতে নামে। আকস্মিক ¯্রােতের টানে তারা চারজনই গভীর সমুদ্রে ভেসে যায়। এ সময় কুয়াকাটায় ভ্রমনে আসা অন্য পর্যটকরা তাদের বাঁচানোর জন্য চিৎকার করলে টহলরত পুলিশ তাৎক্ষনিক গভীর সমুদ্র থেকে তাদের উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী পর্যটক আমিনুল জানান, তারাও সাগরে গোসল করতে ছিলো। হঠাৎ দেখতে পান দুটি ছেলের সাথে থাকা টিউব ছুটে যায়। তারা হাত উঁচিয়ে বাঁচানোর জন্য আর্তনাদ করে। তাৎক্ষনিক তারা টহল পুলিশকে অবহিত করলে তারা উদ্ধার করেন। স্থানীয়ভাবে চিকিৎসা দেয়ার পর চারজনই বর্তমানে সুস্থ্য রয়েছে। উদ্ধার হওয়া চারজনই ঈদে কুয়াকাটায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে আসে এ দূর্ঘটনার কবলে পড়ে।

রুদ্ধশ্বাস এ উদ্ধার অভিযান দেখতে সৈকতে ভীড়করে শতশত পর্যটক ও এলাকাবাসী। এ সময় সবার মধ্যেই ছিলো উদ্বেগ ও উৎকন্ঠা। এবারই প্রথম কুয়াকাটা সৈকতে ভাটিরটানে কোন পর্যটকদের ভাসিয়ে নিয়ে যায়। তবে সাগরে মাছ ধরারত জেলেদের অভিমত সৈকত সংলগ্ন সাগরের কয়েক কিলোমিটারের মধ্যেই ডুবোচর জেগে ওঠায় ভাটির টানের স্রোত প্রবল। এ কারনে তাদের ভাসিয়ে নিয়ে যেতে পারে।

(এমকেআর/এটিআর/অক্টোবর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test