E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

অবৈধ দখল উচ্ছেদসহ জেল জরিমানা, ড্রেজার মেশিন জব্দ

২০২২ নভেম্বর ০৬ ১৬:০৪:২৩
অবৈধ দখল উচ্ছেদসহ জেল জরিমানা, ড্রেজার মেশিন জব্দ

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সরকারি জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদসহ অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন। এতে দখলদার ও বালু উত্তোলনকারীদের মধ্যে আতংক বিরাজ করছে।

জানা গেছে, ফসলি জমি নষ্ঠ করে জমি থেকে বালু উত্তোলেন করার অপরাধে মাত্র কয়েক দিনের ব্যবধানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গতকাল শনিবার এক ব্যক্তিকে আবারও জেল জরিমানা করেছে স্থানীয় প্রশাসন।

স্থানীয়রা জানান, উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের হাজিপুর ও জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা গ্রামে শনিবার পৃথক দুটি অভিযান চালিয়ে ওই জেল জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসাইন আলোচিত ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

সংষ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে প্রচলিত আইনকে উপেক্ষা করে ফসলি জমি বিনষ্ট করে ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন লাউরফতেহপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে মিজানুর রহমান।

এমন খবর জানতে পেরে নবীনগরের সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। এসময় ঘটনার সত্যতা পেয়ে তিনি সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে মিজানুর রহমানকে আটক করে নগদ ১ লক্ষ টাকা অর্থদন্ড ও অনাদায়ে তাকে ২০ দিনের কারাদণ্ড প্রদান করেন।

এদিকে ফেরার পথে একই সময়ে উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা এলাকায় অনুরূপভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে ফসলি জমি থেকে বালু উত্তোলনের খবর পেয়ে সেখানেও ছুটে যান এসি ল্যান্ড মোশারফ হোসাইন। কিন্তু তিনি সেখানে পৌঁছার আগেই তাঁর আগমনের খবর টের পেয়ে অপরাধীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। তবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের আটক করা না গেলেও, সেখানে বালু উত্তোলনে ব্যবহার করা ড্রেজার মেশিন জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

এর আগে উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের গোয়ালি গ্রামে সরকারি জায়গা দলল করে সেখানে বসতি স্থাপনের চেষ্টা করছিলেন স্থানীয় প্রভাবশালীরা। লোক মারফত এমন খবর জানতে পেরে এসি ল্যান্ড নোশারফ হোসাইন সেখানেও পুলিশ নিয়ে ছুটে যান। পরে সেখানে সরকারি জায়গা উদ্ধার করতে তিনি ঘটনাস্থলে উচ্ছেদ অভিযান পরিচালনা করে বাড়ি ঘর ভেঙ্গে গুড়িয়ে দেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন বলেন, ‘কাইতলার গোয়ালীতে সরকারি জায়গা থেকে অবৈধ দখলদারদেরকে প্রথমে উচ্ছেদ করা হয়। এরপর শনিবার লাউর ফতেপুর ও জিনদপুরে দুটি পৃথক অভিযান পরিচালনা করে একজনকে এক লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে ২০ দিনের জেল দেই এবং বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনও জব্দ করি।'

তিনি আরও জানান, অভিযান পরিচালনাকালে তাৎক্ষণিকভাবে ড্রেজার মেশিনে ব্যবহার করা সব ধরণের পাইপও ধ্বংস করা হয় এবং এ ধরণের অভিযান পরবর্তীতেও অব্যাহত থাকবে।

(জিডি/এসপি/নভেম্বর ০৬, ২০২২)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test