E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বোয়ালমারীতে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ 

২০২২ নভেম্বর ১০ ১৬:১৬:৫১
বোয়ালমারীতে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ 

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুর জেলার বোয়ালমারীতে উপজেলা পরিষদ চত্ত্বরে “সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ” প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে (উন্নয়ন সহায়তা) কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসেনের সভাপতিত্বে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার প্রিতম কুমার হোড় ও সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ও অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড় জানান, এবছর সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে ১০ টি সিডার, ৯ টি রিপার, ৩ টি পাওয়ার থ্রেসার, ৫ টি মেইজ শেলার, ৫ টি বেড প্লান্টার, ৩ টি রাইস ট্রান্সপ্লান্টার ৪ টি পাওয়ার স্প্রেয়ার এবং ৭ টি পটেটো ডিগার যন্ত্র কৃষকের মাঝে বিতরণ করা হয়। বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষিতে যান্ত্রিকীকরণে কৃষকদের উৎসাহিত করতে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে যন্ত্র বিতরণ করছে।

তিনি আরো বলেন, এতে করে একদিকে যেমন কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং অন্যদিকে অত্যন্ত কম সময়ে কৃষক ফসল ঘরে তুলতে পারবে।

(কেএফ/এসপি/নভেম্বর ১০, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test