E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাউফলে নির্বাচনকে কেন্দ্র করে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকি

২০২২ নভেম্বর ২১ ১৮:২৩:৫৭
বাউফলে নির্বাচনকে কেন্দ্র করে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকি

ফয়জুল মুনির, পটুয়াখালী : পটুয়াখালী বাউফল উপজেলার ৬নং কনকদিয়ায় অনুষ্ঠিতব্য স্থানীয় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজান কাজীর (৫০) ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালিয়ে অর্থ লুট ও জীবন নাশের হুমকি প্রদানের অভিযোগে বাউফল থানায় লিখিত অভিযো দেয়া হয়েছে।

কনকদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ আসাদ হাওলাদারের বিরুদ্ধে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় ভুক্তভোগী মেহেদী হাসান (২০) ও তার বাবা ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজান কাজী আইনের সহায়তা চেয়ে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। গত ২০ নভেম্বর ২০২২ রোজ রবিবার আনুমানিক দুপুর দেড়টায় বাউফল উপজেলার কনকদিয়া বাজারের মেসার্স কাজী এন্টার প্রাইজ নামক ব্যাবসা প্রতিষ্ঠানে এ হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ২১ জুন-২০২২ তারিখের অনুষ্ঠিতব্য কনকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম (মিঠু) হেরে যায়। এই হেরে যাওয়ার কারনে তারা ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজান কাজীকে দায়ী করে বিভিন্ন ভাবে তাদের হুমকি দিয়ে আসছে। নির্বাচনের জেরেই গত ২০ নভেম্বর-২০২২ তারিখ আনুমানিক সকাল ১১টায় ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজান কাজীর ছেলে মেহেদী হাসানকে অকথ্য ভাষায় গালাগালি করে একপর্যায়ে মারধর করতে চাইলে তিনি দৌড়ে পালিয়ে রক্ষা পায়।

পরবর্তীতে কনকদিয়া বাজারে আনুমানিক ১:৫০ ঘটিকায় জহিরুল ইসলাম টিপুর নেতৃত্বে আসাদ হাওলাদার, আসলাম সিকদার ও তার দলবল ও দেশীয় অস্ত্র নিয়ে বাবা-ছেলেকে খোজাখুজি করে না পেয়ে অভিযুক্তরা দোকান ভাংচুর এবং ব্যাবসা প্রতিষ্ঠানের ক্যাশ-বাক্স থেকে নগত সাত হাজার টাকা নিয়ে যায়। দোকানের কর্মচারীর মারফত ভাংচুর খবর পেয়ে দোকান মালিক ইউপি সদস্য মিজান কাজী ও তার ছেলে মেহেদী হাসান দোকানের সামনে আসলে অভিযুক্তদের হাতে থাকা রামদা, লোহার রড, লাঠিসোটা দেখিয়ে প্রকাশ্যে খুন করার হুমকি দিয়ে বীরদর্পে চলে যায়। এ পতিবেদক ভূক্তভোগীকে ক্ষয়-ক্ষতির পরিমান জানতে চাইলে তিনি আনুমানিক একলক্ষ টাকা ক্ষতি-সাধনের কথা বলেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত অফিস সহকারী আসাদ হাওলাদারের কাছে জানতে চাইলে নিতি বলেন, স্কুল বিরতির পরে আমি দুপুরের খাবারের জন্য বাসায় যাওয়ার পথে মেহেদী হাসানের সাথে দেখা হলে উদ্ভূত ঘটনা জানতে চাইলে কথা-কাটাকাটির একপর্যায়ে মেহেদী হাসান ও সাথে থাকা ১০-১২ জনের একটি দল আমার উপর আতর্কিত হামলা করে, পতিবেদক আসাদ হাওলাদারকে বাজারে সুস্থ ভাবে চলাফেরা করতে দেখেন।

কনকদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল শীল এক প্রশ্নের জবাবে বলেন, স্কুল বিরতিতে আসাদ হাওলাদার দুপুরের খাবারের জন বাসায় যায় অপর এক প্রশ্নের উত্তরে আসাদ হাওলাদারকে স্কুলের কাজে বাজারে পাঠানোর কথা বলেছেন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-মামুন বলেন, ঘটনা শোনার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এফএম/এসপি/নভেম্বর ২১, ২০২২)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test