E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে পল্লী বিদ্যুৎ কার্যালয় হামলার ২য় দফা তদন্ত শুরু

২০১৪ অক্টোবর ১৯ ১৫:২৪:৫২
রায়পুরে পল্লী বিদ্যুৎ কার্যালয় হামলার ২য় দফা তদন্ত শুরু

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে পল্লী বিদ্যুৎ কার্যালয় হামলা ও আগুনের ঘটনায় হয় দফায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির তদন্ত শুরু করেছেন। রবিবার দুপুরে পল্লী বিদ্যুৎ বোর্ডের যুগ্ম সচিব (প্রশাসন) মাহবুবল আলমের নেতৃত্বে সদস্যরা রায়পুরে পল্লী বিদ্যুৎ কার্যালয় পরিদর্শন করে তদন্ত কাজ শুরু করেন।

এসময় উপস্থিতি ছিলেন কমিটির সদস্য কাউসার আহম্মেদ প্রধান প্রকৌশলী (পল্লী বিদ্যুৎ এন্ড বোর্ড), নরুল করিম প্রধান প্রকৌশলী (প্রকল্প) বিতরণ, মোহাম্মদ এমদাদুল ইসলাম (পিবিসিবি-১) ও মোহাম্মদ আমজাদ হোসেন পরিচালক (কর্মাশিয়াল) পাওয়ারসেল। পরে তারা রায়পুর পল্লী বিদ্যুৎ কার্যালয় পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলমের সাথে কথা বলেন। তবে তদন্ত কি পাওয়া গেছে তা জানা যায় নি। এর আগে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক শাহনেওয়াজ খানের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করে তদন্ত করা হয়েছে।

উল্লেখ্য- গত ৯ অক্টোবর রাতে বিদ্যুতের দাবিতে বিক্ষুব্ধ লোকজন রায়পুরে পল্লী বিদ্যুতের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান। পুড়িয়ে দেওয়া হয় কার্যালয়ের পিক আপ ভ্যানসহ সাতটি গাড়ি। সহিংস ওই ঘটনায় সরকারের পক্ষ থেকেও উচ্চপর্যায়ের থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন) মো. মাহবুব-উল আলমকে প্রধান করে ৫ সদস্যের কমিটি করা হয়েছে।

রবিবার দুপুরে ওই তদন্ত কমিটি রায়পুরে এসে তদন্ত কাজ শুরু করবেন। এছাড়াও গত বৃহস্পতিবার নিরপেক্ষ তদন্ত সাথে ওই কমিটির শুপারিশে রায়পুরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মাহফুজুর রহমানকে দায়িত্বে অবহেলার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরে রামগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ডিজিএম বেলায়েত হোসেনকে রায়পুর কার্যালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তিনি ওই দিন দায়িত্ব বুঝে নেন।

(এমআরএস/এএস/অক্টোবর ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test