E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শৈলকূপার গ্রামে গ্রামে মাদকের হোম ডেলিভারি!

২০২৩ জানুয়ারি ২২ ১৫:৩৮:৫৬
শৈলকূপার গ্রামে গ্রামে মাদকের হোম ডেলিভারি!

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকূপা উপজেলার গ্রামগুলোতে বিকাশে টাকা পরিশোধের পর মাদক বাসায় পৌঁছে দেওয়া (হোম ডেলিভারি) হয়। পুলিশ মাদকের বড় চালানের দিকে নজর দিলেও এসব খুচরা বিষয়ে নজর দিচ্ছে না। ফলে ঘরে বসে নিশ্চিন্তে মাদক পাচ্ছে আসক্তরা।

অভিযোগ রয়েছে, পুলিশ-সাংবাদিক ও ক্ষমতাসীন দলের কয়েকজন প্রভাবশালী নেতার ছত্রচ্ছায়ায় এ মাদক ব্যবসা চলে আসছে। তারা নিয়মিত মাসোয়ারা পাচ্ছে। নতুন এই কৌশলে মাদক কারবারিরা আরো সক্রিয় হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শেখপাড়া বাজার এলাকার কয়েকজন প্রভাবশালী মাদক ব্যবসায়ী খুচরা বিক্রেতাদের মাধ্যমে ফুলহরি, মির্জাপুর, কাঁচেরকোল, দিগনগর, ত্রিবেণী ও ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় নতুন কৌশলে এ ব্যবসা পরিচালনা করছে। এরা একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েও ব্যবসা চালিয়ে যাচ্ছেন নির্বিঘ্নে।

সূত্র আরো জানায়, শৈলকূপার পৌর এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি করছে কিছু ভাসমান ব্যবসায়ী। বিকাশের মাধ্যমে টাকা পরিশোধের পর ইয়াবা ও গাঁজা বাসায় পৌঁছে দেয় তারা। এ ছাড়া উপজেলার দুধসর, সারুটিয়া, হাকিমপুর, ধলহরাচন্দ্র ও আবাইপুর ইউনিয়নগুলোতে সহজে ইয়াবাসহ নানাধরণের মাদক মিলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক শৈলকূপার এক স্কুল শিক্ষক জানান, মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রশাসন কঠোর না হওয়ায় মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, মাদকের হোম ডেলিভারির বিষয়টি আমার জানা নেই। আমি এ থানায় যোগদান করার পর বেশ কয়েকটি মাদকের ছোট-বড় চালান আটক করেছি। মাদকের বিরুদ্ধে আমরা অভিযান অব্যাহত রেখেছি।

(একে/এসপি/জানুয়ারি ২২, ২০২৩)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test