E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারত থেকে রাজবাড়ীতে পৌঁছেছে বিশেষ ট্রেন, রাতে যাত্রা

২০২৩ ফেব্রুয়ারি ১৪ ১৭:৫৫:০৮
ভারত থেকে রাজবাড়ীতে পৌঁছেছে বিশেষ ট্রেন, রাতে যাত্রা

একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ী থেকে ২ হাজার ১৫২ যাত্রী নিয়ে ভারতের মেদেনীপুরে জোড়া মসজিদে ওরশ শরীফ উপলক্ষে বিশেষ একটি ট্রেন যাত্রা করবে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজবাড়ী স্টেশনে ভারত থেকে ট্রেনটি এসে পৌঁছেছে। রাত ১০টায় ট্রেনটি যাত্রা করবে।

রাজবাড়ীর রেলওয়ের স্টেশন মাস্টার তন্ময় কুমার জানান, আগামী শুক্রবার মেদিনীপুরে একটি ওরশ শরীফ উদযাপন হবে। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ এবং ভারত সরকারের রেলওয়ে বিভাগের ব্যবস্থাপনায় ২৪টি বগির একটি বিশেষ ট্রেন বরাদ্দ করা হয়েছে। ট্রেনটি ওরশ শেষে আগামী ১৯ ফেব্রুয়ারি রাজবাড়ী ফিরে আসবে।

আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ীর সাধারণ সম্পাদক আব্দুল আজিজ কাদেরী খোকন জানান, ওরশ শরীফে যোগ দিতে এ বছর ১২৪৫ জন পুরুষ, ৮৩২ জন নারী এবং ৭৫ জন শিশুসহ মোট দুই হাজার ১৫২ জন যাত্রী নিয়ে ট্রেনটি ছেড়ে যাবে।

তিনি আরও জানান, বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে এই বিশেষ ট্রেনটি চলাচলের ব্যাবস্থা করে আসছে। এই সময়ের মধ্যে দেশ ভাগ হয়ে গেলেও ঐতিয্য রক্ষায় দুই দেশের রেল কর্তৃপক্ষ এই সেবা চালু রেখেছে। তবে করোনার কারণে ২০২১ ও ২০২২ সালে ওরশ স্পেশাল ট্রেন যায়নি।

(একেএমজি/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test