E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপি নির্বাচন নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে’

২০২৩ ফেব্রুয়ারি ১৪ ১৯:০৮:০৯
‘বিএনপি নির্বাচন নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে’

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সদর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর কার্যালয় ও কেমিস্টের কার্যালয় জেলা পানি পরীক্ষাগারের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য নারায়ণগঞ্জ -৪ এ কে এম শামীম ওসমান। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলায় এ উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে সংসদ সদস্য শামীম ওসমান সাংবাদিকদের বলেন, বিএনপি নির্বাচন নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটি গ্রুপ হলো যারা খালেদা জিয়াকে বেজ করে দীর্ঘদিন রাজনীতি করেছেন অপরটি হলো লন্ডনে থাকা তারেক জিয়ার ফ্লোয়াস। স্বাভাবিক ভাবে তারেক জিয়া যেটা চাচ্ছেন যাতে বাংলাদেশে নির্বাচন না হয়। কারন উনি (তারেক জিয়া) মানি লন্ডারিংয়ের মামলা ও ২১ আগষ্ট গ্রেনেন্ড মামলায় সাজা প্রাপ্ত এবং অস্ত্র মামলা আইন তার বিরুদ্ধে চলছে। আরো বেশ কিছু মামলা আছে। উনি একটা জিনিস বুঝেন নির্বাচন যদি সঠিক ভাবে হয় সে নির্বাচনে তারা ১৫১ সিট পাবেন না।

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশের রাজনীতি তো গ্লোবাল রাজনীতির বাহিরে না। বাংলাদেশ বিশ্বের একটা অংশ। দেশে ইতিমধ্যে বেশকিছু জঙ্গি ধরা পরছে বিভিন্ন জায়গা থেকে। বিএনপির কেন্দ্রীয় টপ পর্যায়ের নেতা জানবেন এ ব্যাপারে আমি বিশ্বাস করি না। কিন্তু এমন কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হবে। যে ঘটনা গুলো ঘটলে একটা রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র পরিনত হয়। অর্থাৎ প্রচুর লাশ চায়। সে লাশ আওয়ামী লীগের হোক, সাধারণ মানুষের হোক বা বিএনপির নেতাদের হোক এরকম একটা পরিস্থিতি তৈরি করে অপচেষ্টা করা হবে নির্বাচন বন্ধ করার। কিন্তু চেষ্টা সফল হবে না। আরো বলেন, আমাদের দলের মধ্যে যদি কোন ভূমি দখলকারী থাকে তাহলে আমাকে দেখিয়ে দিবেন আপনাদের সাথে নিয়েই ব্যবস্থা গ্রহণ করবো।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নিবাহী অফিসার রিফাত ফেরদৌস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম সেন্টু এসময় আরো উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরেরর সহকারী প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম সহ অনান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

(এস/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২৩)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test