E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মোবাইলে গেমস খেলতে না দেয়ায় বাসা থেকে রাগ করে বেরিয়ে যায় শিশু সাইম

২০২৩ ফেব্রুয়ারি ১৫ ১৭:৪৮:১৪
মোবাইলে গেমস খেলতে না দেয়ায় বাসা থেকে রাগ করে বেরিয়ে যায় শিশু সাইম

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মুরাদপুর এলাকা থেকে মোবাইলে আসক্তিতে বাঁধা দেয়ায় বাসা থেকে বের হওয়া নিখোঁজ শিশু রাইমুল হাসান ওরফে সাইমুম (১২) নামের শিশু কে উদ্ধার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আজ বুধবার সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ অফিসে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম (পিপিএম)।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, সাইম বন্দর থানা এলাকার গার্মেন্টসের সিকিউরিটি গার্ড মোঃ রবিউল ইসলামের ছেলে। মোবাইল আসক্তিতে বাধাঁ দেয়ায় রাগ করে সে বাসা থেকে বের হয়ে যায়। দীর্ঘ সময় ছেলে বাসায় না ফেরায় বাদীসহ তার আত্নীয়-স্বজনরা সকল জায়গায় খোজাঁখুজি করেন। কিন্তু কোন খোজঁ না পেয়ে ১৫ অক্টোবর ২০২২ইং ভিকটিমের বাবা বন্দর থানায় নিখোঁজ ডায়রী করেন। যার বন্দর থানার সাধারণ ডায়রী নং-৭০৪।

বিভিন্ন এলাকার ভিডিও ফুটেজ সংগ্রহ, স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিমের ছবি প্রচারসহ তথ্য প্রযুক্তির সহায়তায় নিখোঁজ হওয়ার দীর্ঘ প্রায় ০৪ (চার) মাস পর সাইমের অবস্থান সনাক্ত হলে গোবিন্দপুরসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর শিশু সাইম কে জিজ্ঞাসাবাদে জানা যায়, মোবাইলে গেমস খেলা, কার্টুন দেখাসহ মোবাইল কেন্দ্রিক বিভিন্ন বিষয়ের প্রতি তার তীব্র আকর্ষণ রয়েছে। ভিকটিমের বাবা কাজে যাওয়ার সময় ভিকটিম প্রায়ই তার বাবার মোবাইল বাসায় রেখে গেমস খেলার জন্য বায়না ধরত। ভিকটিমের বাবা ভিকটিমকে মোবাইলে গেমস খেলার জন্য প্রায়ই বকাঝঁকা করত এবং বাসায় মোবাইল রেখে যেত না। এর ফলে তার মনে প্রচন্ড অভিমানের সৃষ্টি হয় এবং একপর্যায়ে সে গত বছর ১৪ অক্টোবর বিকেলে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়।

এসময় পিবিআই পুলিশ সুপার আরো বলেন, শিশুটি রাস্তা ঘাট তেমন না চেনায় পায়ে হেটে কাচঁপুর এবং বাসে করে শনির আখড়া এলাকায় আসে। শনির আখড়ার গোবিন্দপুর এলাকায় এসে ভিকটিম স্থানীয় লোকজনকে জানায় তার বাবা-মা মারা গেছেন। এবং তাদের আশ্রয়ে থেকে কখনো হোটেল কখনো মুদি দোকন এবং কখনো ব্যাগের কারখানায় কাজ করে। পরবর্তিতে উক্ত এলাকায় বিভিন্ন লোকের আশ্রয়ে থেকে দীর্ঘ প্রায় ০৪ (চার) মাস অতিবাহিত করার পর ভিকটিম রাইমুল হাসান ওরফে সাইম (১৩) কে সর্বশেষ শনির আখড়ার গোবিন্দপুর এলাকার জনৈক শফিকুল ইসলামের আশ্রয় হতে উদ্ধারপূর্বক তার পিতা মাতার নিকট হস্তান্তর করা হয়।

(এস/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test