E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অরক্ষিত রেলগেট একাই সামলাচ্ছেন ফাতেমা

২০২৩ ফেব্রুয়ারি ১৮ ১৭:২৭:২৩
অরক্ষিত রেলগেট একাই সামলাচ্ছেন ফাতেমা

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : রোদ বৃষ্টি উপেক্ষা করে ছুটিহীন সেবা দিয়ে যাচ্ছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর রেল গেটের গেট কিপার ফাতেমা খাতুন সুমি। তিন বছর দায়িত্ব পালনকালে এক দিনও ছুটি কাটাননি তিনি। সেই সঙ্গে সামলাচ্ছেন নিজ সংসার। তার নেই কোনো ক্লান্তি। কর্মক্ষেত্রে যেখানে অনেকেই কোনো না কোনো অজুহাতে ছুটি কাটিয়ে থাকেন সেখানে একজন নারী হয়ে লাল-সবুজ পতাকা হাতে গুরুত্বপূর্ণ একটি স্টেশন সামলাচ্ছেন। যে কারণে ইতোমধ্যে ওই স্টেশনে দুর্ঘটনা শূন্যে নেমে এসেছে। এমনকি জনসাধারণের জানমালের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন রেলযাত্রা নিশ্চিত করে চলেছেন দিনের পর দিন। এর ফলে প্রশংসা কুড়াচ্ছেন সব মহলে।

দুই ছেলে সন্তানের জননী ফাতেমা কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর বাজারের ইদ্রিস আলীর মেয়ে, তার স্বামী মনিরুল ইসলাম একজন বৈদ্যুতিক মিস্ত্রি।

খোঁজ নিয়ে জানা গেছে, সাব্দালপুর টি-৬০ রেল গেটের দুই পাশের রাস্তায় নেই কোনো স্পিড ব্রেকার, এমনকি নেই কোনো রেল ব্যারিকেড। অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ব্যস্ততম এ রেল গেটটিতে সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে চলেছেন ফাতেমা খাতুন। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যাত্রীবাহী ও মালবাহী ট্রেন আসা-যাওয়ার সময় গেটটি নিরাপদ রাখতে দায়িত্ব পালন করছেন সাহসী এই নারী। কারণ তিনিই এই রেল গেটের গেটম্যান। ট্রেন আসার সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে পথচারীদের সতর্ক করে সবুজ পতাকার মাধ্যমে ট্রেনকে সংকেত দেন- লাইন ক্লিয়ার আছে। সংকেত দেখে পথচারীরাও দুই দিকে ট্রেনটি অতিক্রম করা পর্যন্ত অপেক্ষা করেন। রেল গেটটি স্টেশনের তালিকাভুক্ত নয়, যে কারণে সেখানে নেই কোনো প্রতিবন্ধক ও গেটম্যান দাঁড়ানোর ঘর। রোদ, বৃষ্টি ও ঝড়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থেকে তিন বছর ধরে দায়িত্ব পালন করছেন এই নারী গেটম্যান।দ্রুত রেল ব্যারিকেড ও গেটম্যানের ঘর করার দাবি স্থানীয়দের।

গেটকিপার ট্রাফিক ফাতেমা খাতুন সুমি জানান, ব্যারিকেড না থাকায় দুর্ঘটনা এড়াতে সার্বক্ষণিক সঠিকভাবে দায়িত্ব পালন করা হয়। তবে দাঁড়ানোর জন্য কোনো ব্যবস্থা থাকলে ভালো হতো।

ঝিনাইদহের সাফদারপুর সহকারী স্টেশন মাস্টার গোলাম রসুল জানান, গেটটি উন্মুক্ত হওয়ায় সে দায়িত্ব সঠিকভাবেই পালন করে আসছে। গেট ব্যারিয়ারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁরা দ্রুতই ঘর করার আশ্বাস দিয়েছেন।

(একে/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test