E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘গ্রেনেড হামলার পরে মৃত লাশের সাথে পড়ে ছিলাম’

২০২৩ ফেব্রুয়ারি ২৬ ১৬:২৬:৩৭
‘গ্রেনেড হামলার পরে মৃত লাশের সাথে পড়ে ছিলাম’

আসাদ সবুজ, বরগুনা : ‘একুশে আগষ্ট গ্রেনেড হামলার পরে মৃত লাশের সাথে পড়ে ছিলাম, পরে আমাকে একটি হাসপাতালের বারান্দায় ফেলে রাখা হয়। আমার স্বামী সন্তান আসার পরে অন্য একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা শুরু করে তাই সৃষ্টিকর্তার রহমতে বেচে আছি। ক্ষমতার জন্য না, রাজনীতি করা উচিৎ মানুষের কল্যাণের জন্য। সেটাই করার চেষ্টা করেছি, সাধ্যানুযায়ী করে যাচ্ছি।' 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বরগুনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নেত্রী ও বরগুনার সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী।

তিনি বলেন, একজন নারী হয়ে নারীদের অধিকার আদায়ের কথা বলতে গিয়ে খুব অল্প বয়সে রাজনীতিতে এসেছিলাম। এই রাজনীতি করতে এসে একুশে আগস্টে গ্রেনেড হামলার শিকারও হয়েছি। তবুও থেমে যাইনি। মৃত্যুর আগ পর্যন্ত এই পথেই থাকতে চাই। তাই সুযোগ পেলে আবারও বরগুনার ভাগ্যোন্নয়নে সংসদে প্রতিনিধিত্ব করার স্বপ্ন রয়েছে।

নাসিমা ফেরদৌসী বলেন, কেন্দ্রীয় রাজনীতির পাশাপাশি নিজ জেলা বরগুনা ও নিজ এলাকা পাথরঘাটায় শৃঙ্খল রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা ও গণমানুষের জন্য বেশি করে কাজ করতে সাধারণ মানুষ পুনরায় সংসদ সদস্য হিসেবে আমাকে দেখতে চাচ্ছেন। সংসদ সদস্য আর হই বা না হই বরাবরের মতো আমি সাধারণ মানুষের পাশে আছি।

বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জীব দাসের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটুর সঞ্চালনায় প্রেসক্লাবসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।

এ সময় মতবিনিময় করেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল, জ্যেষ্ঠ সহ সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, অথ সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা প্রমুখ।

(এএস/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test