E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে প্রাণিসম্পদ প্রদর্শনী 

২০২৩ ফেব্রুয়ারি ২৭ ১৫:৪২:২১
সুবর্ণচরে প্রাণিসম্পদ প্রদর্শনী 

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : "স্মার্টলাইভস্টক,  স্মার্ট বাংলাদেশ" স্লোগানকে সামনে রেখে নোয়াখালী সুবর্ণচরে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার বিতরণ ও সমাপণী অনুষ্ঠান।

আজ সোমবার দুপুর ১ টায় সুবর্ণচর উপজেলা মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। সহযোগিতায় ছিলেন, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়।

সুবর্ণচর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার মোঃ ফখরুল ইসলামের সঞ্চালনায় ও সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতীসর্ব বিদ্যা'র সভাপতিত্বে অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান খায়রুল আনম চৌধুরী সেলিম, বিশেষ অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার।

অন্যানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহিতুল ইসলাম, নির্বাচন অফিসার নুসরাত জাহান, বীরমুক্তিযোদ্ধা আবুল মোবারাক, সুবর্ণচর প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার আতাউর রহমান, উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা বিনয় তালুকদার, আনসার ভিডিবি অফিসার পাপিয়া বেগম।

(এস/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test